করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল গোটা দেশ। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, এরই মধ্যে থাবা বসিয়েছে Covid-19 Delta Plus Variant। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। করোনার তৃতীয় ঢেউয়ে এই Delta Plus Variant আরও ভয়াবহ চেহারা নিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
Delta Plus Variant নিয়ে NTAGI-এর প্রধান এনকে আরোরা জানিয়েছেন, ১১ জুন ভারতে প্রথম এর সন্ধান পাওয়া যায়। ১২ রাজ্যে এর সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এতে আক্রান্ত ৫১ জন।
NTAGI প্রধান জানিয়েছেন, শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গগুলির তুলনায় ফুসফুসে সবার প্রথমে আক্রমণ করে Delta Plus Variant। তার মানে এটা নয় যে, এই Variant বেশি সংক্রামক বা রোগীকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেবে।
এখনই Delta Plus Variant নিয়ে বেশি তথ্য তাঁদের হাতে নেই বলেও দাবি করেছেন NTAGI প্রধান। তাঁর মতে, আরও কিছু কেস সামনে এলে এটা নিয়ে বিস্তারিত বলা যাবে।
ওই চিকিৎসক জানিয়েছেন, দেশে হয়তো Delta Plus Variant-এ আরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু, সেগুলো এখনও সামনে আসেনি।
Delta Plus Variant-এর মোকাবিলা কীভাবে করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে বলে দাবি করেন আরোরা। কীভাবে একে চিহ্নিত করা যায়, সংক্রমিতদের শরীরে কী কী লক্ষ্মণ দেখা যায়, সেসব নিয়েও গবেষণা জারি রয়েছে বলে দাবি করেন তিনি।
করোনার তৃতীয় ঢেউয়ে Delta Plus Variant কি আরও ভয়াবহ হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে NTAGI প্রধানের বক্তব্য, এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। তবে এই Variant-ই ই করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে পেটে ব্যথা, বমি বমি ভাব, খিদে চলে যাওয়া, শুকনো কাশি, চামড়ায় সমস্যা, ডায়েরিয়া, মাথায় যন্ত্রণা, স্বাদ চলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।