Advertisement

দেশ

PHOTOS: 'সেমিফাইনাল'-এ গেরুয়া ঝড়, আগাম হোলি BJP কর্মীদের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2022,
  • Updated 5:46 PM IST
  • 1/11

উত্তরপ্রদেশে গেরুয়া-ঝড়। বিধানসভা ভোটে বিপুল জয়লাভ যোগী বাহিনীর। দ্বিতীয়বার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই দেশের সবচেয়ে বড় রাজ্যে ফিরল বিজেপি।

  • 2/11

৫ রাজ্যের এই ভোটকে লোকসভা ভোটের আগে সেমিফাইনাল বলা হচ্ছিল।  এই পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে কেন্দ্রের শাসক দল বিজেপি জোটসঙ্গীদের নিয়ে ক্ষমতায় ছিল। সেই চিত্র বদলালো না। পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্যেই গেরুয়া ঝড়।

  • 3/11

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ আজকের বিধানসভা ভোটের ফলাফল। কারণ, জাতীয় নির্বাচনের ৪৪৫ আসনের মধ্য ৮০টি উত্তর প্রদেশের। যে দল এ প্রদেশের সবচেয়ে বেশি আসন পায়, তাদের পক্ষে দিল্লির মসনদে বসার সুযোগ বেশি থাকে। এ প্রদেশ থেকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীও পেয়েছে ভারত।  

  • 4/11

সামান্য় কিছু আসন কমলেও এবারও প্রবল বিজেপি ঝড় উত্তর ভারতের এই রাজ্যে। ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, উত্তরপ্রদেশের মহিলাদের ভোট ঢুকেছে বিজেপি-র খাতায়।

  • 5/11

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্য পেতেই বিজেপি কর্মীরা উৎসবে মেতে ওঠেন।
 

  • 6/11


বাংলায় রাজ্য বিজেপির সদর দফতরেও কর্মীদের উচ্ছ্বাস ছিল নজর কাড়ার মতো।  বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ হয়। 
 

  • 7/11

কোভিড পরিস্থিতির উন্নতির জেরে পাঁচ রাজ্যে বিজয় মিছিলে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটে জেতার পরে উত্তরপ্রদেশ থেকে গোয়া, বিজয় মিছিল বের করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। খোদ কমিশনই এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।
 

  • 8/11

উত্তরপ্রদেশে বিজেপি ক্রমেই জয়ের  দিকে এগোতেই  চলছে বিজয় উল্লাস। টিভিতে জয়ের খবর দেখেই আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। 
 

  • 9/11

গেরুয়া আবির মেখে জয়ের আনন্দ পালন করছেন গেরুয়া শিবিরের কর্মীরা। অন্যদিকে উত্তরপ্রদেশের জয়ে যথেষ্ট উচ্ছসিত বঙ্গ বিজেপির নেতা কর্মীরাও। 

  • 10/11

উত্তরপ্রদেশের মতো উত্তরাখণ্ডেও জিতেছে বিজেপি। গোয়া, মণিপুরেও এগিয়ে পদ্মশিবির। 

  • 11/11

এদিকে কংগ্রেসের দখলে থাকা পঞ্জাবে এবার কামাল দেখাল আম আদমি পার্টি। দিল্লির বাইরে এবার পঞ্জাবেও সরকার গঠন করবে কেজরির দল। মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত মান।
 

Advertisement
Advertisement