Advertisement

দেশ

আরও এক টিকার সম্ভাবনা! এবার DCGI অনুমোদন চাইল মডার্না

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2021,
  • Updated 2:24 PM IST
  • 1/9

শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে করোনাভাইরাস মোকাবিলার আরও একটি জোরদার অস্ত্র।  এর ওপর ভরসা করেই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে  মারণ মহামারিকে। এবার ভারত পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা 'মডার্না' (Moderna)-র তৈরি কোভিড-১৯ টিকা।

  • 2/9

সূত্রের খবর, খুব শীঘ্রই মডার্না ভ্যাকসিনকে ছাড়পত্র দিতে পারে দ্য ড্রাগ কন্ট্রোনাল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। জরুরি ভিত্তিতে এই  ছাড়পত্র দেওয়া হতে পারে। 

  • 3/9

ইতিমধ্য়েই বহুজাতিক ওষুধ সংস্থা 'সিপলা' (Cipla), এই টিকা ভারতে আমদানি করার অনুমোদন চেয়েছে 'ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া' বা ডিসিজিআই (DCGI)-এর।

  • 4/9

মডার্না সংস্থার পক্ষ থেকেও তাদের টিকা ভারতে ব্যবহারের জন্য ডিসিজিআই-এর কাছে অনুমোদন চাওয়া হয়েছে।
 

  • 5/9

অনুমতি মিললেই ১৮  ঊর্ধ্বেদের ব্যবহারের ক্ষেত্রে এই টিকা কাজে লাগানো হতে পারে।

  • 6/9

সূত্রের খবর, সোমবারই সিপলা মডার্নার ভ্যাকসিন ভারতে আমদানি এবং তাকে বাজারে উপলব্ধ করার অনুমোদনের জন্য একটি আবেদন জমা দিয়েছে ডিসিজিআই-এর কাছে। মঙ্গলবারই এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে মডার্নার তৈরি টিকা আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যেতে পারে বেসরকারি ক্ষেত্রে। 
 

  • 7/9

মডার্না  টিকার ক্ষেত্রে এখনও পর্যন্ত  সুরক্ষা সংক্রান্ত বড় কোনও সমস্যা দেখা যায়নি। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের জন্য অনুমোদিতও।

  • 8/9

মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে নির্ভর করে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ (mRNA) এর উপর। এমআরএনএ ভিত্তিক টিকাগুলি কিনতু করোনার ডেল্টা ভেরিয়েন্টগুলির বিরুদ্ধে কার্যকর বলেই দাবি বিশেষজ্ঞদের। 
 

  • 9/9

পাশাপাশি  একমাত্র ফাইজার ছাড়া মডার্নার করোনাভাইরাস টিকাই ক্লিনিকাল ট্রায়ালে করোনাভাইরাস প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকারিতা দেখাতে পেরেছে। সেই কারণে বিশ্বের ধনী দেশগুলিতে ফাইজারের পাশাপাশি মডার্নার তৈরি টিকাতেই সবচেয়ে বেশি ভরসা রেখেছে।
 

Advertisement
Advertisement