বাথরুমে ঢুকতেই চক্ষু চড়কগাছ ব্যক্তির। দেখেন বাথরুমে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে এক কোবরা। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান তিনি। ঘটনা রাজস্থানের বাসোলি গ্রামের।
সামনে এসেছে সেই কোবরার ছবি। সেখানে দেখা যাচ্ছে, ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে কোবরা। তার গায়ের রঙ কুচকুচে কালো। সাপটি দেওয়ার কাছে ছিল।
এদিকে সেই ব্যক্তি বাথরুমে ঢুকেই চিৎকার শুরু করেন। তা শুনে পরিবারের সদস্যরাও বাথরুমে আসেন। তারা সাপটিকে দেখে ভয় পেয়ে যান।
লোকজন দেখে সাপটিও টয়লেট সিটের ভিতর সিঁধিয়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বন দপ্তরকে। খবর পেয়ে তারা আসে ঘটনাস্থলে।
বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে আসে। তাদের তরফে জানানো হয়, কোবরাটিকে উদ্ধার করা হয়। তার গায়ের রঙ কালো। প্রায় ৭ থেকে ৮ ফিট লম্বা। সাপটিকে জঙ্গলে ছেড়ে আসা হবে।
এদিকে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, জঙ্গল থেকে প্রায় সাপ বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে। এর আগেও এমন হয়েছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন।
যে বাড়ি থেকে সাপ উদ্ধার হয়েছে, তার গৃহকর্তা জানান, 'সাপ দেখার পর পরিবারের সদস্যদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে ১০-১৫ মিনিটের মধ্যে সাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। বন দফতরের ভূমিকায় তারা খুশি।'
প্রসঙ্গত, শুধু রাজস্থান নয়, দেশের নানা প্রান্তে মাঝে মধ্যেই কোবরার দেখা মেলে। ভারতে যত বিষধর সাপ আছে তার মধ্যে কোবরা অন্যতম।