Advertisement

দেশ

CR Park Durga Puja: দিল্লির CR Park-এ সিঁদুর খেলা ও দেবী বরণ, রইল সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Oct 2025,
  • Updated 12:30 PM IST
  • 1/11

দিল্লির ‘মিনি কলকাতা’ চিত্তরঞ্জন পার্কে মা দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। 

  • 2/11

দশমীর পুজো হয়ে যাওয়ার পর মাকে বরণ করে নিচ্ছেন বিবাহিত মহিলারা। 

  • 3/11

দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় প্রতিবছরই জাঁক জমকের সঙ্গে সিঁদুর খেলা হয়ে থাকে। 

  • 4/11

লাল পাড় সাদা শাড়ি ও গয়নায় সেজে মহিলারা মাকে বরণ করে নেন। 

  • 5/11

সিঁদুর খেলা জমে উঠেছে দিল্লির চিত্তরঞ্জন পার্কে। 

  • 6/11

একে-অপরের সিঁথিতে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন বাঙালি মহিলারা। 

  • 7/11

কলকাতার মতো দিল্লিতেও বাঙালিরা হইহই করে সিঁদুর খেলায় অংশ নেন। 

  • 8/11

তবে শুধু সিঁদুর খেলাই নয়, জমিয়ে চলে ঢাকের তালে কোমর দোলানো। 

  • 9/11

চোখের জলে নয়, বরং নাচে-গানে আনন্দে মেতে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা। 

  • 10/11

অষ্টমীর সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজোয় আরতি করে গিয়েছেন। 

  • 11/11

এই বছর চিত্তরঞ্জন পার্কের পুজো ৫০ বছরে পা দিল। ছবি সৌজন্যে: Twitter-@sanjaysamir1
Instagram - Sanjay samir

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement