দিল্লির ‘মিনি কলকাতা’ চিত্তরঞ্জন পার্কে মা দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে।
দশমীর পুজো হয়ে যাওয়ার পর মাকে বরণ করে নিচ্ছেন বিবাহিত মহিলারা।
দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় প্রতিবছরই জাঁক জমকের সঙ্গে সিঁদুর খেলা হয়ে থাকে।
লাল পাড় সাদা শাড়ি ও গয়নায় সেজে মহিলারা মাকে বরণ করে নেন।
সিঁদুর খেলা জমে উঠেছে দিল্লির চিত্তরঞ্জন পার্কে।
একে-অপরের সিঁথিতে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন বাঙালি মহিলারা।
কলকাতার মতো দিল্লিতেও বাঙালিরা হইহই করে সিঁদুর খেলায় অংশ নেন।
তবে শুধু সিঁদুর খেলাই নয়, জমিয়ে চলে ঢাকের তালে কোমর দোলানো।
চোখের জলে নয়, বরং নাচে-গানে আনন্দে মেতে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা।
অষ্টমীর সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজোয় আরতি করে গিয়েছেন।
এই বছর চিত্তরঞ্জন পার্কের পুজো ৫০ বছরে পা দিল। ছবি সৌজন্যে: Twitter-@sanjaysamir1
Instagram - Sanjay samir