Advertisement

দেশ

PHOTOS : '৭৫-এ জরুরি অবস্থা, নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্রসঙ্গীতও!

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Jun 2021,
  • Updated 2:34 PM IST
  • 1/9

২৫ জুন স্বাধীন ভারতের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। ১৯৭৫ সালে এই দিনে দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা।

  • 2/9

জরুরি অবস্থা জারির জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ইন্দিরা গান্ধী। ওই ঘটনা নিয়ে কংগ্রেসকে এখনও বিরোধী রাজনৈতিক দলগুলো কটাক্ষ করে। যেমন বৃহস্পতিবারও আক্রমণের মুখে পড়তে হয়েছে তাদের।

  • 3/9

তবে ওই পদক্ষেপের 'মাথা' ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়। ইন্দিরা গান্ধীকে তিনিই জরুরি অবস্থা জারি করার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি সে কথা এড়িয়ে গিয়েছিলেন। ইন্ডিয়া টুডে-র এক সাক্ষাৎকারে এ ব্য়াপারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, ওই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি কি যুক্ত ছিলেন? সিদ্ধার্থশঙ্করের জবাব ছিল, আমি এ ব্য়াপারে কোনও মন্তব্য করব না।

  • 4/9

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা জারি করা নিয়ে প্রবল সমালোচনা করেন। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মাস জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ২১ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ।

  • 5/9

ভারতের সংবিধানে জরুরি অবস্থা জারি করার কথা বলা রয়েছে। সংবিধানের ৩৫২ নম্বর ধারায় জরুরি অবস্থার কথা বলা রয়েছে।

  • 6/9

১৯৭১ সালের লোকসভা ভোট ইন্দিরা গান্ধীর কাছে হেরে গিয়েছিলেন রাজ নারায়ণ। পরে তিনি মামলা করেন। নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলে রাজ নারায়ণ এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। রাজ নরায়ণের হয়ে মামলা লড়েছিলেন শান্তি ভূষণ।

  • 7/9

১৯৭৫ সালের ১২ জুন বিচারপতি জগমোহনলাল সিনহা রায় দেন, ইন্দিরা গান্ধী ভোটের সরকারি মেশিনারিকে কাজে লাগিয়েছেন। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এর পাশাপাশি তাঁকে ৬ বছর কোনও ভোটে লড়া থেকে দূরে থাকার নির্দেশ দেন।

  • 8/9

এরপর বিরোধী দলগুলি সিদ্ধান্ত নেয় ২৫ জুন দেশে প্রতিবাদ জানাবে। এক সপ্তাহ চলবে সেই প্রতিবাদ-বিক্ষোভ। কিন্তু ওইদিন গভীর রাতে জারি করা হয় জরুরি অবস্থা। ১৯৭৭ সালের লোকসভা ভোটে তার ফল পেয়েছিল কংগ্রেস

  • 9/9

শিল্প-সংস্কৃতির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়। বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতও সেই তালিকায় ছিল। সম্প্রতি ইন্দিরা গান্ধীর নাতি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মেনে নিয়েছেন জরুরি অবস্থা জারি করা ঠিক হয়নি।

Advertisement
Advertisement