Advertisement

দেশ

৯০ শতাংশ কোভিড রোগী বহুতলের বাসিন্দা, BMC দিল নতুন তথ্য

Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Apr 2021,
  • Updated 4:46 PM IST
  • 1/6

গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। গত ২৪ ঘণ্টায় মারাঠা রাজ্যে সংক্রমণের শিকার হয়েছেন ৫৮,৯২৪। মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ৯৮ ২৬২। আর মহারাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থা মুম্বইয়ের। সংক্রমণের এপি সেন্টারে পরিণত হয়েছে বাণিজ্য নগরী।
 

  • 2/6

এর মধ্যে সামনে এল অক অভিনত তথ্য। দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভে আক্রান্তদের ৯০ শতাংশই বহুতলের বাসিন্দা।
 

  • 3/6

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন যে তথ্যপ্রকাশ করেছে, তা অনুসারে মুম্বইয়ে ৮৭ হাজার ৪৪৩ জন সক্রিয় রোগীর মধ্যে ৭৯ হাজার ৩২ জনই বহুতল বা আবাসনের বাসিন্দা। 

  • 4/6

বিএমসি-র তথ্য অনুসারে, আন্ধেরি, যোগেশ্বরী, মালাবার হিল, গ্রান্ট রোড, পারেল এলাকায় রয়েছে সবথেকে বেশি মাইক্রোকন্টেনমেন্ট জোন। এই সব এলাকার অধিকাংশ মানুষই বহুতলের বাসিন্দা।
 

  • 5/6

গতবছর করোনার প্রথম ঢেউয়ে মুম্বইয়ের কোভিড আক্রান্তের দুই তৃতীয়াংশই ছিল ধারাবি-সহ বস্তি এবং‌ ঘিঞ্জি এলাকার বাসিন্দা। এখন সেখানকার চিত্রটা অনেকটাই আলাদা।
 

  • 6/6

এদিকে করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে  বাণিজ্যনগরীতে কড়া লকডাউনের পক্ষে জোরালো সওয়াল করছেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন মেয়র কিশোরী পেডনেকার।
 

Advertisement
Advertisement