Advertisement

দেশ

আপনার শহরে কত বাড়ল পেট্রলের দাম, এখনই জেনে নিন

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Jun 2021,
  • Updated 4:03 PM IST
  • 1/11

প্রায় পরপর রোজই জ্বালানির দাম বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। কবে থামবে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি কেউ জানেন না। ফলে প্রতিদিনই রাত পোহালে আতঙ্ক আশঙ্কা গ্রাস করছে সাধারণ মানুষের মনে।

 

  • 2/11

রবিবারও ফের নতুন করে জ্বালানির দাম বাড়ল দেশে। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৭ টাকা ৯৯ পয়সা। আজ ৩১ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা।


 

  • 3/11

অন্যদিকে শনিবার কলকাতায় ডিজেলের দাম ৯১ টকা ৪৯ পয়সা। রবিবার সেই দামের উপর ফের ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৫ পয়সা।

  • 4/11

কলকাতায় এখনও পর্যন্ত সেঞ্চুরি না ছুঁলেও দেশের বহু শহরে ইতিমধ্যেই জ্বালানির দাম পার করেছে শতক। বিশেষ করে উত্তর ভারতে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

  • 5/11

দেশের বড় শহরগুলির মধ্যে মুম্বইতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ১০৪ টাকা ৫৬ পয়সা। তার পরেই রয়েছে চেন্নাই, ৯৯ টাকা ৪৯ পয়সা। এরপর রয়েছে দিল্লি। সেখানে পেট্রোলের দাম ৯৮ টাকা ৪০ পয়সা। সামান্য পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। ৯৮ টাকা ৩০ পয়সা।

 

  • 6/11

তবে রাজস্থানের গঙ্গানগর জেলায় রবিবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০৯ টাকা ৪৯ পয়সা। যেখানে প্রিমিয়াম পেট্রোল পাওয়া যাচ্ছে ১১২ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দামও সেঞ্চুরি পার। তার দাম হয়েছে ১০১ টাকা ৯৬ পয়সা।

 

  • 7/11

রাজস্থানের হনুমানগড় জেলাতে প্রিমিয়াম পেট্রোল ১১২ টাকা ১১ পয়সা এবং সাধারণ পেট্রোল ১০৯ টাকা ৫ পয়সায় বিক্রি হয়েছে। ডিজেলের দামও ১০১ টাকা ৫৫ পয়সা ছিল।

  • 8/11

দেশের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোলের দাম রয়েছে এই মুহূর্তে রাজস্থানেই। আশপাশের বিভিন্ন জেলা, হরিয়ানা, পঞ্জাব, চন্ডীগড়, রাজস্থানেও পেট্রোলের দাম কম রয়েছে।

  • 9/11

রাজস্থান ছাড়াও সেঞ্চুরি পার করেছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং তামিলনাড়ুর অনেক শহরই।

  • 10/11

এর শেষ কোথায় জানতে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম এ পোস্টের পর পোস্ট করে চলেছেন সাধারণ মানুষ। তবে সদুত্তর মেলেনি কোনও জায়গা থেকেই। অগত্যা ১০০ টাকার বেশি দামে পেট্রোল-ডিজেল কিনে মুখ বুজে বাড়ি যেতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ।

  • 11/11

কেন্দ্রীয় সরকারের তরফে এ নিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কথাই বলা হয়েছে। অন্যদিকে কংগ্রেসেক তরফে টুইট করে ২০১৩ সালের তেলের দাম টুইট করে কটাক্ষ করা হয়েছে।

Advertisement
Advertisement