Advertisement

দেশ

Sikkim flash Flood: সিকিমে নিখোঁজ সেনাদের এখনও কোনও খবর নেই, উদ্ধারকাজে নেমেছে ত্রিশক্তি বাহিনী

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2023,
  • Updated 2:41 PM IST
  • 1/10

নিখোঁজ ২২ সেনাকে খুঁজতে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত। প্রায় তিন হাজার পর্যটকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। 

  • 2/10

ইতিমধ্যে, ত্রিশক্তি বাহিনীর সেনারা উত্তর সিকিমের চুংথাং, লাচুং এবং লাচেন এলাকায় আটকে থাকা নাগরিক এবং পর্যটকদের চিকিৎসা সহায়তা এবং টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে।

  • 3/10

সিংটামের কাছে বরদাংয়ে কাদামাটির নীচে চাপা পড়ে আছে গাড়ি। নিখোঁজদের খোঁজে এখন তিস্তা নদীর ভাটির এলাকায় তল্লাশি চলছে।

  • 4/10

প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া ২৩ জনের মধ্যে ৪ অক্টোবর সন্ধ্যায় একজনকে জীবিত উদ্ধার করা হয়।

  • 5/10

নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। 

  • 6/10

সিকিম এবং উত্তরবঙ্গের সমস্ত ভারতীয় সেনাকর্মী নিরাপদ এবং মোবাইল যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

  • 7/10

তিস্তা ব্রিজ থেকে সিকিম যাওয়ার পথে বেশ কিছু জায়গায় বড় আকারের ধসের কারণে জাতীয় সড়ক নীচের দিকে বসে গিয়েছে।

  • 8/10

সিকিমে প্রাকৃতিক তাণ্ডবে বলি অন্তত ১৪ জন। এখনও পর্যন্ত নিখোঁজ ১২০ জন।

  • 9/10

তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

  • 10/10

 ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement