Advertisement

দেশ

'রোগ সারাতে যোগ-শরণে ডাক্তাররাও,' এক ক্লিকে মোদীর ১০ মন্তব্য

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jun 2021,
  • Updated 11:46 AM IST
  • 1/10

আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। বিশেষ দিনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি বলেন, 'গোটা বিশ্ব এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে। তখন যোগ আশার আলো দেখাচ্ছে।'

  • 2/10

মোদী আরও বলেন, 'এই দুর্দিনে যোগাভ্যাস ছাড়লে চলবে না। বরং একে সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।'

  • 3/10

প্রধানমন্ত্রী বলেন, 'এখন চিকিৎসকরাও যোগের শরণাপন্ন হচ্ছেন। রোগীদের নিরাময় করতে তাঁদের যোগ করার পরামর্শ দিচ্ছেন।' 

  • 4/10

নমো বলেন, 'এখন বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের যোগ করতে দেখা যায়। তাঁরা রোগীদের যোগ করার পরামর্শ দেন। বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন, যোগ মানুষকে সুস্থ রাখে।' 

  • 5/10

'যোগ মানুষকে পজিটিভ শক্তি দেয়। নেগেটিভ শক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে। নিয়মিত যোগল করলে তার সুফল মিলবেই।' 

  • 6/10

'বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একজোট হয়ে যোগ অ্যাপ খুলতে চলেছে ভারত। এই অ্যাপ সাধারণ মানুষকে সাহায্য করবে। তাঁরা যোগ শিখতে পারবেন।'

  • 7/10

মোদী আরও বলেন, 'আমি নিশ্চিত নিয়মিত যোগ করলে মানুষ সুস্থ থাকবে। আরও চনমনে থাকবে।' 

  • 8/10

'করোনা সংকটের কঠিন সময়ে মানুষ যোগকে ভুলে যায়নি, বরং এই সময়ে যোগের প্রতি মানুষের উৎসাহ আরও বেড়েছে। যোগের মাধ্যমে সকলে সংযম এবং অনুশাসন শিখছে।' 

  • 9/10

প্রধানমন্ত্রীর কথায়, 'যে কোনও রোগকে সমূলে উৎপাটিত করা করা দরকার, যোগ সেই রাস্তাই দেখায়।'

  • 10/10

২০১৪ সালে যোগ দিবস প্রসঙ্গটি রাষ্ট্রসংঘে উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই থেকে ২১ জুন থেকে বিশ্বজুড়ে যোগ দিবস পালিত হয়। 

Advertisement
Advertisement