আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। বিশেষ দিনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি বলেন, 'গোটা বিশ্ব এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে। তখন যোগ আশার আলো দেখাচ্ছে।'
মোদী আরও বলেন, 'এই দুর্দিনে যোগাভ্যাস ছাড়লে চলবে না। বরং একে সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।'
প্রধানমন্ত্রী বলেন, 'এখন চিকিৎসকরাও যোগের শরণাপন্ন হচ্ছেন। রোগীদের নিরাময় করতে তাঁদের যোগ করার পরামর্শ দিচ্ছেন।'
নমো বলেন, 'এখন বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের যোগ করতে দেখা যায়। তাঁরা রোগীদের যোগ করার পরামর্শ দেন। বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন, যোগ মানুষকে সুস্থ রাখে।'
'যোগ মানুষকে পজিটিভ শক্তি দেয়। নেগেটিভ শক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে। নিয়মিত যোগল করলে তার সুফল মিলবেই।'
'বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একজোট হয়ে যোগ অ্যাপ খুলতে চলেছে ভারত। এই অ্যাপ সাধারণ মানুষকে সাহায্য করবে। তাঁরা যোগ শিখতে পারবেন।'
মোদী আরও বলেন, 'আমি নিশ্চিত নিয়মিত যোগ করলে মানুষ সুস্থ থাকবে। আরও চনমনে থাকবে।'
'করোনা সংকটের কঠিন সময়ে মানুষ যোগকে ভুলে যায়নি, বরং এই সময়ে যোগের প্রতি মানুষের উৎসাহ আরও বেড়েছে। যোগের মাধ্যমে সকলে সংযম এবং অনুশাসন শিখছে।'
প্রধানমন্ত্রীর কথায়, 'যে কোনও রোগকে সমূলে উৎপাটিত করা করা দরকার, যোগ সেই রাস্তাই দেখায়।'
২০১৪ সালে যোগ দিবস প্রসঙ্গটি রাষ্ট্রসংঘে উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই থেকে ২১ জুন থেকে বিশ্বজুড়ে যোগ দিবস পালিত হয়।