Advertisement

দেশ

Kashmir Shutdown: 'এ কোন সকাল...' গোটা কাশ্মীর শাটডাউন, ৩৫ বছরে এই প্রথম, কী পরিস্থিতি? রইল সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • শ্রীগনগর,
  • 23 Apr 2025,
  • Updated 2:49 PM IST
  • 1/10

কাশ্মীরের পহেলগাঁও, ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে খ্যাত, যেখানে সর্বদাই পর্যটকদের ভিড় লেগে থাকে। সেই শান্ত পাহাড়ি জায়গাই মঙ্গলবার বিকেলে রূপ নেয় এক ভয়ংকর হত্যাকাণ্ডের মঞ্চে। জঙ্গিদের নির্বিচার গুলিতে নিহত হন অন্তত ২৮ জন, যাঁদের মধ্যে রয়েছেন দুই বিদেশিও। এই ঘটনার প্রতিবাদে বুধবার উপত্যকাজুড়ে পালিত হচ্ছে বনধ্। সরকারি দফতর, দোকানপাট, বেসরকারি স্কুল,  সবই বন্ধ।

  • 2/10

বনধ্-এর ডাক দিয়েছিল একাধিক রাজনৈতিক দল, বণিক সংগঠন, ধর্মীয় মঞ্চ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ন্যাশনাল কনফারেন্স (NC), পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (PDP), পিপলস কনফারেন্স, আপনি পার্টি— এই চারটি বড় রাজনৈতিক দল এই বনধ্-এর পক্ষে। সঙ্গে রয়েছে কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কাশ্মীর ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন-এর মতো ব্যবসায়ী সংগঠনও।

  • 3/10

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে মুতাহিদা মজলিস-ই-উলেমা (MMU)। হুরিয়ত নেতা মীরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে থাকা এই ধর্মীয় মঞ্চ জানায়, 'এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে shutdown পালন করুন। এই হামলা মানবতার বিরুদ্ধে। নিরপরাধ মানুষদের হত্যা কখনওই ইসলাম সমর্থন করে না।'

  • 4/10

এদিনের বনধ্ প্রশাসনিক নির্দেশে নয়, নেই কোনও জোর-জবরদস্তিও। কাশ্মীরের বিভিন্ন জেলায়, বিশেষত শ্রীনগর, অনন্তনাগ, কুপওয়ারা, পুলওয়ামা, বারামুলা, গান্ডেরবাল, সোপোরের মতো শহরে দোকানপাট বন্ধ। রাস্তায় নেই গণপরিবহণ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা। এমনকী, বেসরকারি স্কুলগুলিও বন্ধ। কাশ্মীর ইউনিভার্সিটিও বাতিল করে দিয়েছে সব পরীক্ষা।
 

  • 5/10

হামলার ঠিক পরেরদিন থেকেই বাইসারান অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পহেলগাঁওয়ে। 
 

  • 6/10

সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে। প্রত্যেকটি পর্যটনকেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শহরের প্রবেশ ও প্রস্থানপথে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে গাড়ি ও ব্যক্তিগত দেহ তল্লাশি।
 

  • 7/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, 'এই হত্যাকাণ্ডের পিছনে যারা আছে, তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।' স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার নিন্দা করে বলেন, 'এটা অত্যন্ত মর্মান্তিক ও লজ্জাজনক। নিরপরাধ মানুষদের রক্ত ঝরিয়ে কোনও আন্দোলন হয় না।'
 

  • 8/10

কাশ্মীর উপত্যকায় জঙ্গি হানার ঘটনা নতুন নয়। তবে এই প্রথম স্থানীয় মানুষ নিজেরাই এত বড় প্রতিবাদে শামিল হয়েছেন, যারা অতীতে বহুবার হামলার ঘটনার সময় নীরব ছিলেন। একে ‘সামাজিক বিবেকের জাগরণ’ বলেই দেখছেন বিশ্লেষকেরা। বহু বছর পরে, উপত্যকার মানুষ সরাসরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন।

  • 9/10

একদিকে এতজন মানুষের মৃত্যু, অন্যদিকে জঙ্গিদের বর্বরতায় রুটিরুজি হারানোর আশঙ্কা- এর জেরেই বনধে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ।

  • 10/10

পর্যটন শিল্পই এখানকার মানুষের উপার্জনের প্রধান অবলম্বন। সাম্প্রতিক অতীতে খুব বড় কোনও জঙ্গি হামলা হয়নি উপত্যকায়। ধীরে ধীরে পর্যটকদের আনাগোনাও বাড়ছিল।

Advertisement
Advertisement