Advertisement

দেশ

চুম্বক খেল শিশু, সফল অস্ত্রোপচারের পরেও মৃত্য, কেন?

Aajtak Bangla
  • ইন্দোর,
  • 10 Aug 2021,
  • Updated 12:02 PM IST
  • 1/8

খেলতে খেলতে চুম্বক (Magnet) খেয়ে ফেলল ৩ বছরের শিশু। যার জেরে মৃত্যু। পরিবার জানাচ্ছে, অস্ত্রোপচারের পর চুম্বকটি বের করা হয়। কিন্তু মাত্রাতিরিক্ত অজ্ঞান করার ওষুধের প্রয়োগ এবং অস্ত্রোপচারের পর দেখভালে গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। 
 

  • 2/8

ঘটনাটি ইন্দোরের (Indore) অরিহন্ত হাসপাতালের। সেখানেই সোমবার মৃত্যু হয় ৩ বছরের কবীর তিওয়ারির। পরিজনেরা মাত্রাতিরিক্ত অজ্ঞান করার ওষুধের প্রয়োগ এবং অস্ত্রোপচারের পর দেখভালে গাফিলতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। তারপরেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়। 
 

  • 3/8

জানা যাচ্ছে, গত ২৯ জুলার খেলতে খেলতে চুম্বকটি খেয়ে ফেলে কবীর। এরপরেই চিকিৎসকে দেখান হয়। সেখান থেকে তাকে পাঠান হয় অরিহন্ত হাসপাতালে। 
 

  • 4/8

এক্স রে রিপোর্টে দেখা যায়, কবীরের গলায় আটকে রয়েছে চুম্বকটি। শিশুটির শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। 
 

  • 5/8

এরপর ৯ আগস্ট এন্ডোস্কোপির মাধ্যমে চুম্বকটি বের করার সিদ্ধান্ত হয়। সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত চলে অস্ত্রোপচার। 
 

  • 6/8

অস্ত্রোপচারের পর কবীরকে শিশুদের ওয়ার্ডে রাখা হয়। শিশুর মায়ের অভিযোগ, এরপর ধীরে ধীরে ঠাণ্ডা হতে থাকে তাঁর সন্তানের দেহ, কিন্তু সেইসময় কোনও চিকিৎসক তাকে দেখেনি। একটু পরেই মৃত্যু হয় কবীরের। 
 

  • 7/8

কবীবের বাবা সুনীল তিওযারির অভিযোগ, নিজেদের দোষ ঢাকতে তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। 
 

  • 8/8

এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং মাত্রাতিরিক্ত অজ্ঞান করার ওষুধ প্রয়োগের (Anesthesia) অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয় মৃত শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। একইসঙ্গে ময়নাতদন্তের জন্য পাঠান হয় কবীরের দেহ। 

Advertisement
Advertisement