Advertisement

দেশ

বুকিং মাত্র ১১ হাজার টাকায়! সস্তা গাড়ি Maruti Celerio-র লঞ্চ আজ

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Nov 2021,
  • Updated 12:13 PM IST
  • 1/9

দেশের বৃহত্তম গাড়ি কোম্পানি Maruti Suzuki India বুধবার হ্যাচব্যাক সেগমেন্টের জনপ্রিয় গাড়ি Maruti Celerio-এর ২০২১ মডেল লঞ্চ করতে চলেছে। 

  • 2/9

এই গাড়িটি সম্পূর্ণ নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। এই গাড়িটি সম্পর্কে দাবি করা হচ্ছে এটি হবে দেশের সর্বোচ্চ মাইলেজের গাড়ি।

  • 3/9

পেট্রোলের দাম কমার পরে মারুতি সামনে এটি গাড়ি বিক্রির বড় সুযোগ। নতুন Celerioসম্পর্কে সংস্থা দাবি করেছে. এটি হবে দেশের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী গাড়ি। 

  • 4/9

এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে, Maruti Celerio-এ দুটি ইঞ্জিন বিকল্প থাকতে পারে, 1.0L এবং 1.2L। এই ইঞ্জিনগুলি হবে পরবর্তী প্রজন্মের K10C ডুয়াল জেট VVT ইঞ্জিন যা গাড়ি দাঁড়ানোর সময় ইঞ্জিন বন্ধ করে দেয়।

  • 5/9

এভাবে বলা হচ্ছে, এটি একটি জ্বালানি সাশ্রয়ী গাড়ি। এমন পরিস্থিতিতে এই গাড়িটি ২৬ kmpl মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে। Maruti Celerio ৫-স্পীড ম্যানুয়াল এবং ৫-স্পীড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন বিকল্পগুলির সাথে আসতে পারে।

  • 6/9

কোম্পানি ইতিমধ্যেই দিওয়ালির আগে Maruti Celerio-এর এই নতুন মডেলের বুকিং শুরু করেছে। এটি ৪ টি ট্রিম এবং ৭টি ভেরিয়েন্টে থাকতে পারে।

  • 7/9

মাত্র ১১ হাজার টাকায় এর বুকিং করা হচ্ছে। ইতিমধ্যে প্রচুর বুকিং হয়ে গিয়েছে বলে খবর। 

  • 8/9

Celerio-এর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে Tata Tiago, Datsun Go এবং Hyundai Santro-এর সঙ্গে। 

  • 9/9

বর্তমানে, Maruti Celerio-এর দাম ৪.৬৫ লাখ থেকে ৬ লাখ টাকার মধ্যে। যদিও নতুন সেলেরিওর দাম শুরু হতে পারে ৪.৫ লাখ টাকা থেকে।
 

Advertisement
Advertisement