Advertisement

দেশ

অলৌকিক! পাহাড়ের কোল বেয়ে গড়িয়ে পড়ছে সাদা 'দুধ', দেখুন

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Aug 2021,
  • Updated 4:01 PM IST
  • 1/8

হিমাচলপ্রদেশের মান্দি জেলার দুর্গম চৌহর উপত্যকায় ৬ থেকে ৭ টি পাহাড় থেকে পরিষ্কার দুধের মতো তরল বেয়ে পড়ছে। যা দেখে অবাক হয়ে যান এলাকাবাসী। সেই সাদা রং এতটাই গাঢ় যে  কিছটা দূরে গিয়ে তা দইয়ের রূপও নিচ্ছে। চৌহর উপত্যকার মানুষ দেবতা হুরঙ্গু নারায়ণের ওপর বিশ্বাস রাখে। তাদের জন্য এ ধরনের দৃশ্য কোনো অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয়।
 

  • 2/8

চৌহর উপত্যকার রোপা পঞ্চায়েতের দাড়ু গ্রামের স্থানীয় লোকজন একে অলৌকিক ঘটনা বলে মনে করছেন।
 

  • 3/8

এই অলৌকিক ঘটনার খবর উপত্যকার মানুষের মধ্যে জানাজানি হতেই সেখানে দর্শনের ভিড় হয়ে যাচ্ছে। সকলেই এই দৃশ্য একবার দর্শন করতে চাইছে।
 

  • 4/8

শুনলে আরও অবাক হবেন, এই গ্রাম থেকে কিছু দূরে মহাদেবের স্থান রয়েছে। সেখানে একটি পাহাড়ের ভিতরে ছোট ছোট গর্ত রয়েছে। যখন সেই গর্তগুলির ভিতরে হাত ঢোকানো হয়েছিল, তখন মহিলার স্তন আকৃতির কিছু ছিল বলে জানান গেছে। অনেক আগে থেকেই সেই জায়গা থেকে তরল দুধ বেরোত।
 

  • 5/8

এই জায়গায় আলাদা করে পুজোও হয়। এখানে ক্ষীর বানিয়েও বিলি করা হয়।
 

  • 6/8

মহাদেবের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে, দাড়ু গ্রামের পাশাপাশি ৬ থেকে ৭টি জায়গা থেকে এমন স্বচ্ছ দুধের তরল প্রবাহ বের হচ্ছে।
 

  • 7/8

নীচে রোপা গ্রামের একজন ব্যক্তি ৫ বছর আগেও পাহাড় থেকে দুধ বের হতে দেখেছিলেন। সেই সময় তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি।
 

  • 8/8

সম্প্রতি বর্ষার কারণে কিছু মানুষ রোপা খাদে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় কিছু লোকের এই দৃশ্যটি চোখ পড়ে, তারা কাছে গিয়ে পুরো দৃশ্যটি দেখে এবং আশেপাশের লোকজনকেও এই ঘটনা সম্পর্কে জানায়।
 

Advertisement
Advertisement