Advertisement

দেশ

বছরে একবার রাখি পূর্ণিমার দিন খোলে এই মন্দিরের দরজা, রহস্যটা কী?

Aajtak Bangla
  • 22 Aug 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/8

রাখি বন্ধনের উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসব নিয়ে কতই না জানা অজানা তথ্য রয়েছে। জানলে অবাক হবেন ভারতে এমন একটি মন্দির আছে যা কেবলমাত্র রাখি পূর্ণিমার দিনই খোলা হয়। জেনে নিন কেন এই মন্দিরটি সারা বছর বন্ধ থাকে এবং কেন এটি শুধুমাত্র রাখির দিন খোলা থাকে।
 

  • 2/8

এই মন্দিরটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। মন্দিরের নাম বংশীনারায়ণ মন্দির যা বছরে মাত্র একবার রাখির দিনে খোলে। বাকি ৩৬৪ দিন মন্দিরের দরজা বন্ধই রাখা হয়। 
 

  • 3/8

রাখির দিন মন্দিরের প্রবেশদ্বার খোলা মাত্রই মহিলারা ভগবান নারায়ণের কাছে রাখির সুতো বেঁধে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। মানা হয়, দেবর্ষি নারদ বছরে ৩৬৪ দিন ভগবান নারায়ণের পূজা করেন। মানুষ এখানে শুধুমাত্র রাখির দিনই পুজো করার সুযোগ পায়।
 

  • 4/8

চামোলির বংশীনারায়ণ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। বলা হয়, উরগাম উপত্যকার বুগিয়ালের মাঝখানে অবস্থিত বংশীনারায়ণ মন্দিরটি ষষ্ঠ শতাব্দীতে রাজা যশোদভালের সময় নির্মিত হয়েছিল। এই মন্দিরে ভগবান বিষ্ণুর পুজো করা হয়।
 

  • 5/8

স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত অনুসারে, একবার ভগবান বিষ্ণু অসুর রাজা বলির অহংকার ধ্বংস করতে বামন অবতার গ্রহণ করেছিলেন এবং রাজা বালির কাছে ভিক্ষা চাইতে ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিলেন। তিনি রাজা বলির কাছে তিন ধাপ জমি দাবি করেন। বিনিময়ে, রাজা বলি ঈশ্বরের কাছ থেকে দিনরাত তাঁর সামনে থাকার প্রতিশ্রুতি নিয়েছিলেন।
 

  • 6/8

মা লক্ষ্মী পাতালের পথ জানতেন না, তাই তিনি নারদকে তাঁর সঙ্গে চলার অনুরোধ করলেন। নারদ তাঁর অনুরোধ গ্রহণ করেন এবং তিনি মা লক্ষ্মীর সঙ্গে পাতালের উদ্দেশে যাত্রা করেন।
 

  • 7/8

কালাকোড গ্রামের জখ পূজানি বংশীনারায়ণের পুজো করেছিলেন, এমন সময় মা লক্ষ্মী এবং নারদ মুনি পাতালে গিয়েছিলেন। তারপর থেকে এই ঐতিহ্য চলে আসছে। যখন বংশীনারায়ণ মন্দিরের দরজা খোলা হয়, কালাকোড গ্রামের প্রতিটি পরিবার ঈশ্বরের উপাসনা করতে মন্দিরে আসে।
 

  • 8/8

রাখির দিন, বোনরা ভগবান নারায়ণের পুজোর জন্য মন্দিরে যান এবং তাঁকে রাখি বাঁধেন। এর পরেই, তাঁরা নিজেদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন এবং কপালে তিলক কাটেন।
 

Advertisement
Advertisement