Advertisement

দেশ

ভারতেও মিলল 'রহস্যজনক' ধাতব মোনোলিথ! বছর শেষে ওটা কীসের ইঙ্গিত?

Aajtak Bangla
  • 31 Dec 2020,
  • Updated 5:36 PM IST
  • 1/6

বছর শেষে হঠাত্‍ রহস্যজনক ঘটনা গুজরাতের আহমেদাবাদে। এই রহস্যের কোনও কিনারা করা যাচ্ছে না। স্তম্ভিত বিশ্ববাসী। রহস্যের কেন্দ্রে একটি ধাতব মোনোলিথ। পৃথিবীর বিভিন্ন জায়গায় ধাতব মোনোলিথ দেখা গিয়েছে। 
 

  • 2/6

রহস্যজনক ভাবেই তা আবার উধাও হয়ে গিয়েছে। ভারতে এই প্রথম ধাতব মোনোলিথ দেখা গেল। আহমেদাবাদে থালতেজ সিম্ফনি ফরেস্ট পার্কে। আজ সকালে ওই ধাতব মোনোলিথটি দেখা যায়। কী ভাবে এল, কেউ জানে না। 
 

  • 3/6

এই মোনোলিথটিতে কিছু নম্বর লেখা রয়েছে। যা প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণকে প্রতিফলিত করছে। বেশ কিছু সপ্তাহ ধরেই পৃথিবীর নানা অংশে রহস্যজনক মোনোলিথ দেখা গিয়েছে। নিজে থেকেই তা আবার অদৃশ্য হয়ে গিয়েছে। এই ভাবে মোনোলিথ কীসের ইঙ্গিত? 

  • 4/6

ওই পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপভাই প্যাটেল সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানান, শুনেছি ওই মোনোলিথের বিষয়ে। এই ধরনের রহস্যময় শৈল্পিক কাজ প্রকৃতি ও বন্যপ্রাণের সংরক্ষণের জন্যই। তিন মাস আগেই এই পার্কটির কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি চলতি মাসের শুরুতে পার্কটি উদ্বোধন করেন।
 

  • 5/6

প্রসঙ্গত, বিশ্বের প্রথম মোনোলিথটি দেখা যায় নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহতে। তারপর রোমানিয়া, ক্যালিফোর্নিয়া, বেলজিয়াম, স্পেন, জার্মানি ও কলম্বিয়া সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে।

  • 6/6

এই মোনোলিথগুলিকে বহু মানুষ 2001: A Space Odyssey ছবির সঙ্গে তুলনা করছেন। কল্পবিজ্ঞানের ওই সিনেমায় দেখা গিয়েছিল, ভিনগ্রহের বাসিন্দারা পৃথিবীতে কালো মোনোলিথ রেখে যাচ্ছে। 
 

Advertisement
Advertisement