২০২০ সালে ৩১ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দিল্লিতে নিজের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে। মাথায় অস্ত্রোপচারও হয় তাঁর। তবে শেষ রক্ষা হয়নি।
দীর্ঘ প্রায় দু মাস অসুস্থ থাকার পর গত ২৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কংগ্রেস নেতা আহমেদ পটেল। অক্টোবরে ১ তারিখ করোনায় আক্রান্ত হন তিনি। ১৫ নভেম্বর গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
এই বছর মারা গেলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে ভুগছিলেন অন্যান্য শারীরিক সমস্যাতেও। গত ২৩ নভেম্বর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই বছর ২১ ডিসেম্বর প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মোতিলাল ভোরা। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ইউরিনাল ইনফেকশানে। ফুসফুসেও ধরা পড়েছিল সংক্রমণ। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ান। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত ৮ অক্টোবর দিল্লির একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদীর। গত ২৩ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই কেন্দ্রীয় মন্ত্রী বয়স হয়েছিল ৬৫ বছর।
দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। দীর্ঘদিন কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। ২৭ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমাজবাদী পার্টিক এক সময়ের দাপুটে নেতা অমর সিং। কিডনিতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। অবশেষে পয়লা অগাস্ট মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
এই বছরই আমাদের ছেড়ে চলে গেলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সোমেন মিত্র। যদিও রাজনীতির ময়দানে তিনি ছোড়দা নামেই বেশি পরিচিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীনই গত ৩০ জুলাই ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। গত ৬ অগাস্ট মারা যান এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
চলে গেলেন অভিনেতা তথা তৃণমূল নেতা তাপস পাল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। গত ১৮ ফেব্রুয়ারি মাত্র ৬১ বছর বয়সেই থেমে গেল 'দাদার কীর্তি'।
করোনা প্রাণ কাড়ল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষেরও। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত ২৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।