Advertisement

দেশ

National Emblem : সাড়ে ৯ হাজার কেজির ব্রোঞ্জের অশোক স্তম্ভের উন্মোচন মোদীর, PHOTOS

Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jul 2022,
  • Updated 3:13 PM IST
  • 1/8

নয়া সংসদ ভবনের ছাদে, ব্রোঞ্জের অশোক স্তম্ভ (National Emblem ) উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 2/8

সোমবার ৬.৫ মিটার উঁচু ওই অশোক স্তম্ভটি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। 

  • 3/8

নয়া এই অশোক স্তম্ভের ওজন প্রায় সাড়ে ৯ হাজার কেজি। 

  • 4/8

আর ওই অশোক স্তম্ভটিকে স্টিলের যে ফ্রেমটি সাপোর্ট দিচ্ছে সেটির ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি। 

 

  • 5/8

এদিন পুজোতে বসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। 

আরও পড়ুনগ্রিন টি-তে মেশান মধু-মেথি, ওজন ঝরবে চোখের নিমেষে

  • 6/8

পাশাপাশি নতুন সংসদ ভবন নির্মাণের কাজে যুক্ত কর্মীদের সঙ্গে এদিন কথাও বলেন নরেন্দ্র মোদী। 

  • 7/8

পাশাপাশি নতুন সংসদ ভবন নির্মাণের কাজে যুক্ত কর্মীদের সঙ্গে এদিন কথাও বলেন নরেন্দ্র মোদী। তাঁরা কেমন আছেন, তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান প্রধানমন্ত্রী। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা খুব খুশি বলে জানান কর্মীরা। 

  • 8/8

ভাবনা থেকে স্থাপনা করা পর্যন্ত, মোট ৮টি ধপের মধ্যে দিয়ে তৈরি হয়েছে নতুন এই অশোক স্তম্ভ। 

আরও পড়ুনরোজ খান ১টি অ্যাভোকাডো; বাড়বে না ওজন থাকবে না কোলেস্টেরল-সমস্যাও

Advertisement
Advertisement