বন্যা ও ধসের জেরে বিপাকে মহারাষ্ট্র। প্রাকৃতিক দুর্যোগের জেরে সেই রাজ্যে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক।
গত ৩ দিন ধরে লাগাতার বৃ্ষ্টি হচ্ছে পুনে ও কঙ্কন ডিভিশনে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও ধস ও নেমেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যযের জেরে এখনও নিখোঁজ শতাধিক মানুষ। তাঁদের খোঁজ শুরু হয়েছে। জারি রয়েছে উদ্ধারকার্য অভিযান।
মহারাষ্ট্রের সাতারা জেলায় আজ থেকে বৃষ্টি কমতে শুরু করেছে। নেমেছে জলও। তবে কোলাহপুরে এখনও জল জমে। সেই কারণে মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।
কোলাহপুরে ইতিমধ্যেই প্রায় ৬০০ গ্রামবাসীকে উদ্ধার করেছে NDRF। উদ্ধারকারীদের ত্রাণ শিবিরে পোঁছে দেওয়া হয়েছে। খাবারও দেওয়া হয়েছে।
১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বার দিয়েছেন।
ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য নামানো হয়েছে নৌকা ও হেলিকপ্টার। এখনও জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে NDRF।