Advertisement

দেশ

Monsoon Session:টিকা নিলে সাংসদদের লাগবে না RT-PCR টেস্ট, আর নতুন কী নিয়ম?

Aajtak Bangla
  • 11 Jul 2021,
  • Updated 5:07 PM IST
  • 1/8

সংসদে চলতি বছর ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। 

  • 2/8

এমনিতে অধিবেশনে যোগ দিতে গেলে  সংসদ সদস্যদের RT-PCR পরীক্ষা করানো আবশ্যক। তবে এবার অনেক সাংসদ আরটি-পিসিআর পরীক্ষা থেকে ছাড় পেতে পারেন। এর কারণ করোনা ভ্যাকসিন।

  • 3/8

 আসলে, লোকসভা এবং রাজ্যসভার বেশিরভাগ সংসদ সদস্যই করোনার ভ্যাকসিনের উভয় বা কমপক্ষে একটি ডোজ পেয়েছেন।

  • 4/8

চলতি বছরের বাজেট অধিবেশন এবং তার আগে  আগে ২০২০ সালের বাদল অধিবেশনের সময় সংসদ সদস্যদের  আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক ছিল।
 

  • 5/8

যেসব সাংসদ ভ্যাকসিন পেয়েছেন, তাঁদের পরীক্ষা করতে হবে না
সংসদ বিশেষজ্ঞদের পরামর্শের দিয়েছেন করোনা ভ্যাকসিনের এক বা উভয় ডোজ গ্রহণকারী সাংসদদের সংসদে প্রবেশের জন্য আরটি-পিসিআর পরীক্ষা করার দরকার নেই। একই সঙ্গে, যে সংসদ সদস্যরা ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদের ভ্যাকসিনটি  দ্রুত নিতে এবং না নেওয়া পর্যন্ত দুই সপ্তাহর পরপর আরটি-পিসিআর পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে।

  • 6/8

রাজ্যসভা কতজন এমপি করোনার ভ্যাকসিন পেলেন 
এখনও অবধি রাজ্যসভার ২০৫  জন সাংসদ করোনার ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন। আর ১৬ জন সাংসদ রয়েছেন যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। এর অর্থ হ'ল রাজ্যসভায় বর্তমানের ২৩১ জন সাংসদের মধ্যে ২২১ জন সাংসদ করোনার ভ্যাকসিনের এক বা উভয় ডোজ পেয়েছেন। মানে রাজ্যসভার ৯৫.৬ শতাংশ এমপি উভয়ই ভ্যাকসিন কমপক্ষে একবার এবং ৮৮.৭ শতাংশ সাংসদ টিকার দুই ডোজ পেয়েছেন। ৬ জন এমপি আছেন যারা স্বাস্থ্যগত কারণে করোনার ভ্যাকসিন নিতে পারেননি।
 

  • 7/8

লোকসভার কতজন এমপি করোনার ভ্যাকসিন পেলেন 

লোকসভার  সর্বশেষ তথ্য অনুসারে, ৫৪০ জন সংসদ সদস্যের মধ্যে ৪৭০ সাংসদ  কমপক্ষে একটি ডোজ করোনার ডোজ পেয়েছেন। মানে ৮৭.০৩ শতাংশ সংসদ সদস্যকে সংসদে আসতে আরটি-পিসিআর পরীক্ষা দিতে হবে না। বলা হয়েছে যে এমপিদের ৭৯  শতাংশ  ভ্যাকসিনের উভয় ডোজ গ্রহণ করেছেন।
 

  • 8/8


রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু গত ৭ জুলাই বাদল অধিবেশনের আগে  একটি বৈঠক ডেকেছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও এতে উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গত বাজেট অধিবেশনের মতই ব্যবস্থা আগামী বাদল অধিবেশনে জারি থাকবে।

Advertisement
Advertisement