Advertisement

দেশ

Photos: গঙ্গায় ডুব দিয়ে কাশী বিশ্বনাথে জলাভিষেক মোদীর

Aajtak Bangla
Aajtak Bangla
  • 13 Dec 2021,
  • Updated 2:22 PM IST
  • 1/10

কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্বোধনে সকালে বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌবিহারের পর গঙ্গা ও সূর্যের পুজো কলে কলসে জল ভরেন। তার পর  মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। 

  • 2/10

সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

  • 3/10

বারাণসী পৌঁছে কাল ভৈরব মন্দিরে পুজো দেন মোদী। 

  • 4/10

বারাণসীতে মোদীর পরিচয় শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, দু'বারের সাংসদও তিনি। বারাণসীর রাস্তায় তাঁকে স্বাগত জানাতে ঢল নেমেছিল জনতার। 'হর হর মহাদেবে'র সঙ্গে শোনা গিয়েছে 'মোদী মোদী' স্লোগান। রাস্তায় পুষ্পবৃষ্টিও করা হয়। 

  • 5/10

বিশ্বনাথ করিডরের উদ্বোধনে অলকানন্দা ক্রুজে ওঠেন মোদী-যোগী। গঙ্গায় নৌবিহার করে পৌঁছন কাশী। 

  • 6/10

গেরুয়া বসন পরে ললিতা ঘাটে গঙ্গায় নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গাস্নান করার পর গঙ্গা জলেই পুজো সারেন। মা গঙ্গাকে পুজো দেওয়ার পর সূর্যদেবের উদ্দেশে জল অর্পণ করেন প্রধানমন্ত্রী। বেশ খানিকক্ষণ গঙ্গা জলে দাঁড়িয়ে সারেন যাবতীয় বিধি। 

  • 7/10

গঙ্গায় ডুব দেওয়ার পর জলাভিষেকের জন্য় জল কলসে জল সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। নতুন করিডর ধরে রওনা দেন বিশ্বনাথ মন্দিরের উদ্দেশে। 

  • 8/10

ধুতি-কুর্তা পরে নতুন করিডর ধরে মন্দির চত্বরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ডমরু বাজিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। 

  • 9/10

কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। জলাভিষেক করে  মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দেন। আরতিও করেন।

  • 10/10

 পুজো সম্পন্ন হওয়ার পর পুরোহিতরা বলেন,'আপনাকে ধন্যবাদ।' প্রধানমন্ত্রী জানান, বাবার কৃপা ছাড়া এসব হত না। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement