উত্তুরে হাওয়ার কনকনানি শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই শহরে শীতের আমেজ পুরদস্তুর।
এই আবহে হাওয়া অফিস আশ্বস্ত করছে ডিসেম্বরের শেষ অবধি থাকবে এই কনকনে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই ।
রাতের তাপমাত্রার ইতিমধ্যে পারা পতন শুরু হয়েছে। সোমবার ছিল মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন কলকাতায়। ন্যূনতম তাপমাত্রা নেমেছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। সারা দিনই ছিল উত্তরে হাওয়া। সেই রেকর্ড ভেঙে গেল মঙ্গলবার।
মঙ্গলবার এই মরসুমের শীতলতম দিন কলকাতায়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। সোমবার রাতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াল, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৪১ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামতে পারে। সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
জেলাগুলিতে কলকাতার থেকেও পারদ পতন বেশি হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমবে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে।
তবে আগামী ২-৩দিন পারা পতনের পর আর নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এভাবে ৭-৮ দিন তাপমাত্রার পরদ ১৫ ডিগ্রির নীচে থাকবে। এখন যে ঠান্ডা অনুভূতি হচ্ছে তা আরো ৩-৪ দিন বজায় থাকবে।
রাজ্যের কোথাও কোন সতর্কবার্তা এই মুহূর্তে নেই হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দফতর বলছে, দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তাপমাত্রা বারবে না। এছাড়াও আগামী ২-৩ দিনে তাপমাত্রা নামতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াসের মতো।
দিনের বেলায় উত্তরে হাওয়া থাকবে । উত্তর ও উত্তর পশ্চিম থেকে হাওয়া ঢুকছে রাজ্যে, এরফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতের প্রভাব থাকবে।
আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। তবে জাঁকিয়ে শীত এখনও নয় বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এদিকে ঠান্ডা বেড়েছে উত্তর ভারতের দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশে। তাপমাত্রা নেমেছে পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতেও। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
পশ্চিম হিমালয় এলাকায় ১৫ ডিসেম্বর নাগাদ ফের পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। এছাড়াও পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
উত্তরে পারদ পতন হলেও দক্ষিণের তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরে বিচ্ছিন্নভাবে আগামী ৫ দিন এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আগামী ২ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।