Advertisement

দেশ

PHOTOS: অপার্থিব! ১১ লক্ষ প্রদীপে উজ্জ্বল কাশীর গঙ্গা, স্বর্গীয় অনুভূতির সাক্ষী হোন

Aajtak Bangla
  • 30 Nov 2020,
  • Updated 8:02 PM IST
  • 1/9

আলোর উৎসব মানেই দীপাবলি। সারা ভারত এ দিন সেজে ওঠে প্রদীপের আলোয়। তবে দীপাবলির ঠিক ১৫ দিন পরে  বারাণসীর গঙ্গার ঘাট আবারও একবার প্রদীপের আলোয় আলোকিত হয়। এ দিনটি উদযাপিত হয় 'দেব দীপাবলি' হিসেবে। বলা হয় এদিন দীপাবলি পালন করেন দেবতারা।

  • 2/9

প্রতি বছর কার্তিক পূর্ণিমার সন্ধেয় বারাণসীর প্রতিটি ঘাট সেজে ওঠে প্রদীপের আলোয়।
 

  • 3/9

এবছর দেব দীপাবলি আরও বিশেষ হয়ে উঠেছে বেনারসের মানুষের কাছে। রাজঘাটে আয়োজিত ‘দেব দীপাবলি” উৎসবে স্বয়ং অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি  প্রধানমন্ত্রী হিসাবে বারাণসীতে তাঁর ২৩ তম সফর। 

  • 4/9

লকডাউনের প্রথম প্রথমবার নিজের সংসদীয় কেন্দ্র পা রাখলেন মোদী। তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। 

  • 5/9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে দেব দীপাবলির অনুপম ছটা দেখার জন্য এক ঘণ্টার বেশি গঙ্গা বিহার করেন। 
 

  • 6/9

এদিন বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন এরপর বিশ্বনাথ মন্দিরের করিডোর প্রকল্পটি পরিদর্শন করেন। তারপর প্রধানমন্ত্রী দেব দীপাবলী মহোৎসবে যোগ দেন।
 

  • 7/9

বারাণসীর ৮৪টি ঘাটে প্রায় ১১ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। বারাণসীর রাজঘাটে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
 

  • 8/9

এদিনই ১৯ নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজ-বারাণসী বিভাগে ছয় লেনের জাতীয় সড়কের উদ্বোধন করেন তিনি। ৬ লেনের এই জাতীয় সড়ক ৭৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ২.৪৪৭ কোটি টাকা। এই পথে মাত্র এক ঘণ্টায় প্রয়াগরাজ থেকে বারাণসী পৌঁছে যাওয়া যাবে।
 

  • 9/9


দেব দীপাবলি দেখার পর সারনাথ প্রত্নতাত্ত্বিক স্থলের লাইট-সাউন্ড শো দেখেন প্রধানমন্ত্রী। চলতি মাসের শুরুর দিকে যার উদ্বোধন করেছিলেন মোদী নিজেই।

Advertisement
Advertisement