দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধবিমানে চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। এ দিন হরিয়ানার অম্বালায় বায়ুসোনার ঘাঁটিতে গিয়ে তিনি এই ফাইটার জেটে চাপলেন।
এ দিন সামরিক পোশাকে ছিলেন রাষ্ট্রপতি। পাশাপাশি তার চোখে ছিল সানগ্লাস।
বেলা ১১টা নাগাদ তিনি রাফালে বসেন। এই সময় বিমানের ভিতর থেকে তাঁকে হাত নাড়তেও দেখা যায়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সেই ছবি। দেশের সকলেই রাষ্ট্রপতির এই কাজে খুশি।
প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফালে উঠলেন দ্রৌপদি মুর্মু। তবে তার আগেও এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটিল যুদ্ধবিমানে সওয়ার হয়েছেন।
দ্রৌপদি মুর্মু এর আগেও একবার যুদ্ধবিমানে চেপেছেন। ২০২৩ সালে তিনি চেপেছিলেন সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে। এ বার তিনি সওয়ার হলেন রাফালে।
আসলে সামরিক বাহিনীর সর্বাধিনায়িক হলেন দ্রৌপদি মুর্মু। তাই তিনি রাফালে সওয়ার হলে একটা বার্তা পৌঁছে যায় সামরিক বাহিনীর কাছে।
মাথায় রাখতে হবে, ভারতীয় বায়ুসেনার সেরা যুদ্ধ বিমানের একটি হল রাফাল। এটি অপারেশন সিঁদুরেও ভারতের হয়ে পাকিস্তানের মাটিতে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
ভারত ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে এই যুদ্ধবিমান কিনেছে। আর তাতেই চাপলেন দ্রৌপদি মুর্মু।
২০১৬ সাল থেকে এই ফাইটার জেট ব্যবহার করছে বায়ুসেনা। আরও ২৬টি কেনার চুক্তি হয়েছে