Advertisement

দেশ

PM Modi's Rakhi Celebration: আদর-আন্তরিকতায় যখন মোদীকে রাখি বাঁধল কচিকাঁচারা, রইল সব ছবি

Aajtak Bangla
  • 30 Aug 2023,
  • Updated 6:18 PM IST
  • 1/9

PM Modi's Rakhi Celebration: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিশুদের সঙ্গে রাখি উৎসব পালন করলেন। প্রধানমন্ত্রী মোদীকে রাখি বেঁধেছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা।

  • 2/9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে শিশুদের সঙ্গে রক্ষা বন্ধন বা রাখি উৎসব উদযাপন করেছেন।

  • 3/9

আজ শিশুদের সঙ্গে দেখা করে খুব খুশি দেখাচ্ছিল প্রধানমন্ত্রী মোদীকে। এই সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে বেশ খুশি।

  • 4/9

এই সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে, রাখি পরিয়ে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং দেশবাসীকে রাখি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

  • 5/9

প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমার পরিবারের সকল সদস্যকে রক্ষা বন্ধনের (রাখি উৎসব) আন্তরিক শুভেচ্ছা জানাই। কামনা করি, এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির চেতনাকে আরও গভীর করে তুলবে।’

  • 6/9

প্রধানমন্ত্রী লিখেছেন, 'বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতি নিবেদিত এই রক্ষাবন্ধনের শুভ উৎসব আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন।’ 

  • 7/9

বুধবার সারাদেশে পালিত হচ্ছে রাখি উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে। পাশাপাশি ভাইরাও তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

  • 8/9

এই বছর রাখি উৎসবটি পালিত হবে দুই দিন অর্থাৎ ৩০ অগাস্ট এবং ৩১ অগাস্ট। আসলে ভাদ্রের কারণেই এমনটা হচ্ছে। ৩০ অগাস্ট পূর্ণিমা তিথি হলেও এই দিনে সারাক্ষণ ভাদ্র।

  • 9/9

ভাদ্রের কারণে, আপনি ৩০ অগাস্ট রাত ৯ টা ০২ মিনিটের পরে রাখি বাঁধতে পারেন। বুধবার না হলে, পরের দিন অর্থাৎ ৩১ অগাস্ট সকাল ৭টা ৩০ মিনিটের আগে পর্যন্ত আপনি রাখি বাঁধতে পারেন।

Advertisement
Advertisement