Advertisement

দেশ

Prime Minister Narendra Modi: মল্লিকার্জুন মন্দিরে রুদ্রাভিষেক করলেন মোদী, একেবারে 'যোগী'র বেশ, রইল সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Oct 2025,
  • Updated 5:32 PM IST
  • 1/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অন্ধ্র প্রদেশ সফরের সূচনা করেছেন নান্দিয়াল জেলার ঐতিহাসিক শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন স্বামী ভার্লা দেবস্থানমে প্রার্থনার মাধ্যমে। 

  • 2/10

বৃহস্পতিবার সকালে মন্দির পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মোদী পবিত্র ‘রুদ্রাভিষেকম’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে পঞ্চমুরালু (গরুর দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে প্রস্তুত পবিত্র মিশ্রণ) দ্বারা পুজো সম্পন্ন হয়।
 

  • 3/10

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

  • 4/10

শ্রীশৈলমে অবস্থিত এই মল্লিকার্জুন মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান, যা ১২টি জ্যোতির্লিঙ্গ এবং ৫২টি শক্তিপীঠের একটি। 

  • 5/10

এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল, এটি এমন একটি বিরল স্থান যেখানে একই প্রাঙ্গণে একটি জ্যোতির্লিঙ্গ ও একটি শক্তিপীঠের সহাবস্থান রয়েছে, যা একে ভারতজুড়ে অনন্য স্থান করে তুলেছে।
 

  • 6/10

মন্দির দর্শনের পর প্রধানমন্ত্রী মোদী যান শ্রী শিবাজি স্পুর্তি কেন্দ্রে। এটি একটি স্মারক কমপ্লেক্স যেখানে চারটি প্রতীকী দুর্গের (প্রতাপগড়, রাজগড়, রায়গড় ও শিবনেরী) মডেল এবং একটি ধ্যানকক্ষ রয়েছে। 

  • 7/10

কেন্দ্রে অবস্থান করছে গভীর ধ্যানে রত ছত্রপতি শিবাজির একটি বিশাল মূর্তি। এই কেন্দ্রটি শ্রী শিবাজি স্মৃতি কমিটি পরিচালিত এবং ১৬৭৭ সালে শিবাজির ঐতিহাসিক মন্দির সফরের স্মরণে প্রতিষ্ঠিত।

  • 8/10

পরবর্তী পর্যায়ে, প্রধানমন্ত্রী কুর্নুল সফর করবেন, যেখানে বিদ্যুৎ, প্রতিরক্ষা, রেলপথ এবং পেট্রোলিয়াম খাতের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
 

  • 9/10

মোদী ‘সুপার জিএসটি – সুপার সেভিংস’ শীর্ষক একটি জনসভায় ভাষণ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের জিএসটি সংস্কার ও এর সুবিধাসমূহ জনসাধারণের সামনে তুলে ধরবেন।

  • 10/10

এই সফর প্রধানমন্ত্রীর দক্ষিণ ভারতজুড়ে উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ের বার্তা বহন করছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement