Advertisement

দেশ

Ayodhya Wax Museum: পৌঁছে যাবেন 'ত্রেতা যুগে', দীপাবলিতে অযোধ্যায় খুলছে জাদুঘর, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • অযোধ্যা ,
  • 18 Oct 2025,
  • Updated 1:52 PM IST
  • 1/10

বিশ্বের প্রথম রামায়ণ থিমের ওয়াক্স মিউজিয়াম উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। ভক্তি, শিল্প ও পর্যটনের এক অনন্য সংমিশ্রণ ঘটবে দীপাবলিতে। নবম দীপোৎসব উদযাপন উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই জাদুঘরের উদ্বোধন করবেন।
 

  • 2/10

রামমন্দির নির্মাণের পর অযোধ্যা বর্তমানে পর্যটন এবং ধর্মীয় স্থান হিসেবে বিশ্ব বিখ্যাত হয়ে উঠেছে। এবার আরও একটি ঐতিহাসিক নিদর্শনকে স্বাগত জানাতে প্রস্তুত সেই শহর। বিশ্বের প্রথম রামায়ণ থিমের ওয়াক্স মিউজিয়াম ঘিরে আগ্রহ তুঙ্গে পর্যটকদের। 
 

  • 3/10

এই ওয়াক্স মিউজিয়ামটি ৯ হাজার ৮৫০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এবং প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এটি চৌদহ কোসি পরিক্রমা পথের উপর অবস্থিত। এই মিউয়ামের প্রবেশ করলেই দর্শনার্থীদের মনে হবে তাঁরা যেন সরাসরি ত্রেতা যুগে পৌঁছে গিয়েছে। এই ত্রেতা যুগেই রামায়ণের ঘটনা আবর্তিত হয়েছে।

  • 4/10

এটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে এটি একদিকে ভক্তির কেন্দ্র, অন্যদিকে একটি বড় পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে ওঠে। এখানে দর্শনার্থীরা পাবেন এক অনন্য অভিজ্ঞতা, যেখানে পুরাণ, প্রযুক্তি ও শিল্পকলার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে।

  • 5/10

একসঙ্গে এই ওয়াক্স মিউজিয়ামে ১০০ জন প্রবেশ করতে পারবেন। মাথা পিছু ১০০ টাকা করে এন্ট্রি ফি রাখা হয়েছে রামায়ণ থিমের এই জাদুঘরে। অযোধ্যা পুরসভার সঙ্গে যৌথ ভাবে এই মিউজিয়াম চলবে। এই ওয়াক্স মিউজিয়াম থেকে পাওয়া ১২ শতাংশ রেভিনিউ যাবে অযোধ্যা শহরের উন্নয়নের খাতে। 

  • 6/10

ওয়াক্স মিউজিয়ামে প্রবেশ করলেই যেন মনে হবে, রামায়ণ জীবন্ত হয়ে উঠেছে। ওয়াক্স মিউজিয়ামের একতলায় থাকছে রামলালার ছোটবেলা থেকে শুরু করে সীতার সয়ম্বর সভা পর্যন্ত কাহিনির প্রদর্শনী। 

  • 7/10

ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় তলে থাকছে রামের বনবাস, লঙ্কা দহন এবং রাম-রাবনের যুদ্ধ পর্ব। যা দেখতে উদগ্রীব রাম ভক্তরা। দর্শকদের স্বাগত জানাতে অযোধ্যার এই ওয়াক্স মিউজিয়ামের প্রবেশ দ্বারে তৈরি করা হয়েছে একটি গণেশের মূর্তি। 

  • 8/10


কড়া নজরদারি রাখা হবে এই ওয়াক্স মিউজিয়ামে। ২৪x৭ থাকে সিসিটিভি নজরদারি। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ৪টি এমারজেন্সি এক্সিটও প্রস্তুতি রাখা হয়েছে। গোটা মিউজিয়ামটাই শীতাতপ নিয়ন্ত্রিত। মিউজিয়ামের ভিতর তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। 

  • 9/10


কেরলের সংস্থা সুনীল ওয়াক্স মিউজিয়াম অযোধ্যার এই জাদুঘর নির্মাণ করেছে। সেলেবদের ওয়াক্স মিউজিয়াম নির্মাণে সুখ্যাতি রয়েছে এই সংস্থার। সুনীল বলেন, 'এমন প্রোজেক্ট আমরা আগে কখনও করিনি। সংস্কৃতি এবং ভক্তির মেলবন্ধনে মাস্টারপিস তৈরি হয়েছে। প্রতিটি মূর্তি এমন ভাবে তৈরি হয়েছে যা দেখে দর্শকদের মনে হবে তারা ত্রেতা যুগে চলে এসেছেন।'
 

  • 10/10

দর্শকদের আকর্ষণ করতে এই মিউজিয়াম যোগী প্রশাসনের একটি বড় সম্বল হতে চলেছে। মুখ্যমন্ত্রী মনে করছেন, অযোধ্যা এভাবেই ধীরে ধীরে ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিস্ট সিটিতে পরিণত হচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement