২০১৯ সালের পুলওয়ামা হামলা। জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন মেজর বিভূতি শংকর ধৌনদিয়াল। স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন স্ত্রী নিতীকা। সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন স্বামীর স্বপ্নপূরণ করবেন। করলেনও। আজ আজ থেকে তিনি ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট।
এই পদে যোগ দেওয়ার জন্য নীতিকাকে চেন্নাইয়ে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়। আজই সেই ট্রেনিং সম্পন্ন হয় তাঁর। তারপরই লেফটেন্যান্ট হিসেবে কাজে যোগ দেন।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিগোষ্ঠীর আক্রমণে ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। সেই তালিকায় ছিলেন মেজর বিভূতি শংকর ধৌনদিয়াল।
এই ঘটনার মাত্র কয়েক মাস আগেই বিভূতির সঙ্গে বিয়ে হয়েছিল নীতিকার। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন নিতীকা। তবে কথা দিয়েছিলেন স্বামীর দেখানো পথেই চলবেন।
নীতিকা একটি কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। স্বামীর মৃত্যুর ১৫ দিনের মধ্যে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন।
শহিদ স্বামীকে সম্মান জানাতে এবং তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ভারতীয় সেনায় যোগ দেওয়ার মনস্থির করেন নীতিকা। সেই মতো শুরু করেন পরিশ্রম।
আজই লেফটেন্যান্ট পদে যোগ দেন নীতিকা। তাঁর প্রশংসা করেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নীতিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।