Advertisement

খেলা

PHOTOS : ঝাপসা মুখের ছবি নিয়ে বিতর্কে জল ঢেলে দিলেন ইরফান পাঠানের স্ত্রী!

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 May 2021,
  • Updated 3:24 PM IST
  • 1/5

ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী সফা বেগের একটা ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই ছবি নিয়ে সোশাল মিডিয়ায় কথা শুরু হয়েছে। ইরফান পাঠানের ছেল ইমরানের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী সফা আর তাঁর ছেলে একসঙ্গে রয়েছেন। এ পর্যন্ত ঠিকই ছিল।

  • 2/5

তেমনটা হলে কোনও কথা হত না বোধহয়। কথা হচ্ছে, কারণ তেমন হয়নি। সেখানে দেখা যাচ্ছে, সফার মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে। আর এরপর শুরু হয় ইরফানের সমালোচনা। এর জবাব দেন তিনি। ইরফান পাঠান বলেন, 'তাঁর স্ত্রী নিজের ইচ্ছায় মুখ ঝাপসা করেছেন। ওই ছবিতে তিনি নিজের ইচ্ছায় তা করেছেন। আমি তো ওঁর মালিক নই। তবে বলতে পারি, ওঁর সঙ্গী। একই কথা শোনা গিয়েছে সফার মুখেও। তিনিও জানিয়ে দেন, ওই ছবি ঝাপসা করে দেওয়ার সিদ্ধান্ত তাঁরই ছিল। আর কারও নয়।'

  • 3/5

সফা এ ব্যাপারে এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এ ব্যাপারে খোলসা করেছেন। তিনি বলেছেন, 'আমি ইমরানের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আর আমিই সেখানে পোস্ট করি।' এর এ দারুণ একটা কারণ তিনি দিয়েছেন। তিনি বলেন, 'আমি চাই যখন ও বড় হয়ে উঠবে, তখন যাতে নিজে এই স্মৃতিগুলো দেখতে পারে।' তিনি আরও বলেন, 'আমি নিজেই আমার চেহার ঝাপসা করে দিয়েছি। এটা আমার সিদ্ধান্ত। আর এতে ইরফানের কোনও যোগাযোগ নেই।'

  • 4/5

ইরফান পাঠানের স্ত্রী সফা আরও জানিয়েছেন, একটা পরিবারের ছবি নিয়ে বিতর্ক তৈরি হবে, এমনটা জানতাম না। আমি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাই না। আমি ব্যক্তিগত পরিসরেই থাকতে চাই। এর পাশাপাশি তিনি আরও জানান, ইরফান তাঁর সব সিদ্ধান্তে তাঁকে সাহায্য করেন।

  • 5/5

১৯৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম সফার। তিনি সৌদি আরবের জেড্ডায় বড় হয়েছেন। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে তিনি লেখাপড়া করেছেন। ২৭ বছরের সফা মধ্য় প্রাচ্য়ে এক নামী মডেল ছিলেন।

Advertisement
Advertisement