Advertisement

দেশ

Ramlalla First Photo: বিনোদবিহারী, মনমোহন, কৃষ্ণবর্ণ...রঘুবীরের বালক রূপের ঐশ্বরিক দর্শন করুন

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jan 2024,
  • Updated 1:44 PM IST
  • 1/9

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন। সোনার গয়না ও তির-ধনুকে সাজানো হয়েছে রামলালাকে।

  • 2/9

বৈদিক আচার মেনে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 3/9

আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 4/9

শ্রী রামের পায়ে পদ্মফুল রাখেন প্রধানমন্ত্রী। 

  • 5/9

প্রভু রামকে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 6/9

মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই ছিলেন প্রধান যজমান। 

  • 7/9

বৈদিক আচার মেনে পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 8/9

ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা পরে এ দিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

  • 9/9

রামলালার মূর্তি ৫১ ইঞ্চির। ওজন প্রায় ২০০ কিলো। বিষ্ণু শ্যামবর্ণের। সেজন্য কালো গ্রানাইটের মূর্তি। বাংলা ডট আজতক ডট ইন-কে রাম মন্দিরের প্রধান আচার্য দুর্গাপ্রসাদ বলেন,'মূর্তিকে স্নান করানোর প্রথা রয়েছে সনাতন ধর্মে। সেই স্নানের জল অনেকে পান করেন। সাদা পাথরের মূর্তি হলে তা রাসায়নিক দিয়ে পরিষ্কার করতে হয়। সেই রাসায়নিকের কারণে ক্ষতি হতে পারে ভক্তদের।' 

Advertisement
Advertisement