Advertisement

দেশ

Republic Day 2023: সাধারণতন্ত্র দিবসের রঙ... কাশ্মীর থেকে কন্যাকুমারী সেজেছে তেরঙা আলোয়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2023,
  • Updated 1:07 AM IST
  • 1/9

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশপ্রেমের রঙে ঢেকেছে গোটা দেশ। তেরঙা আলোয় ঢেকেছে দিল্লি। দেশপ্রেমের শিখা সর্বত্র জ্বলছে।
 

  • 2/9

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা সাজানো হয়েছে আলোয়। তেরঙার আলো ছেয়ে গিয়েছে। সাধারণতন্ত্র দিবসের এই আলোকসজ্জা উপভোগ করতে রাজধানীতে আসছে মানুষ।
 

  • 3/9

দিল্লির পাশাপাশি, তামিলনাড়ুতেও সেজেছে সবুজ-সাদা-গেরুয়ার নিয়ন আলোয়। এই ছবিটি এমজি রামচন্দ্রন রেলওয়ে স্টেশনের। হয়ে উঠেছে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
 

  • 4/9

তেরঙার তিন রঙে মেতে উঠেছে মহারাষ্ট্রও। ছবিটি মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের। এ ছাড়া বিএমসি অফিস ও মন্ত্রকেও একইভাবে সাজানো হয়েছে।
 

  • 5/9

ইন্ডিগা গেট দিল্লির পর্যটনের একটি বড় কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখতে আসে। এখন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই ইন্ডিয়া গেট হলুদ আলোযকস্নাত হয়।
 

  • 6/9

পুদুচেরিতেও সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানকার মানুষও যে দেশপ্রেমে নিমজ্জিত হয়েছে তারই সাক্ষী এই ছবি। প্রতিটি সরকারি ভবন এভাবেই সাজানো হয়েছে।
 

  • 7/9

বম্বে স্টক এক্সচেঞ্জ, যেখান থেকে সমস্ত ব্যবসা পরিচালিত হয়, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হয়েছে। রাতের আঁধারে তেরঙা আলো দৃষ্টিকে অপূর্ব করে তুলেছে। মায়ানগরীর আরও অনেক ভবনও সাজানো হয়েছে।
 

  • 8/9

এখন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লিকে শুধু সাজানো হয়নি, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সর্বত্র পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। পুলিশও প্রস্তুত মাঠে।
 

  • 9/9

বম্বে স্টক এক্সচেঞ্জ, যেখান থেকে সমস্ত ব্যবসা পরিচালিত হয়,  সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হয়েছে। রাতের আঁধারে তেরঙা আলোকসজ্জা অপূর্ব দৃশ্য। মায়ানগরীর আরও অনেক বিল্ডিংও সাজানো হয়েছে।
 

Advertisement
Advertisement