Advertisement

দেশ

Republic day 2023: চণ্ডীপাঠ-ঢাকের তালে মুখরিত দিল্লি, প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো যাত্রার PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2023,
  • Updated 1:18 PM IST
  • 1/9

ভারত আজ ২৬ জানুয়ারি তার ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান এবার নানাভাবেই ছিল ভিন্ন। প্রথমবারের মতো কর্তব্য ​​পথে পাড়ি দিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। আগে এটি রাজপথ নামে পরিচিত ছিল। 

  • 2/9

প্রথমবারের মতো এমন হল যে ভিভিআইপিরা কুচকাওয়াজ দেখতে প্রথম সারিতে ছিলেন না। এবার প্রথম সারিতে বসলেন রিকশাচালক, কর্তব্য পথ নির্মাণকারী শ্রমিক ও তাদের আত্মীয়-স্বজনরা, যাদের নাম দেওয়া হয়েছে শ্রমজীবী। 
 

  • 3/9

প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন অগ্নিবীররা। কর্তব্য পথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মি প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজের স্যালুট নিলেন।

  • 4/9

এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি। মিসরের ১২০ সদস্যের মার্চিং স্কোয়াডও কুচকাওয়াজে অংশ নিয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে এবার। 

  • 5/9

এবারের প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হল 'মেক ইন ইন্ডিয়া'র অস্ত্র ও সরঞ্জাম। প্রথমবারের মতো ১০৫ মিমি দেশীয় বন্দুক দিয়ে ২১টি বন্দুকের স্যালুট দেওয়া হল। 

  • 6/9

২ বছর পর দিল্লিতে  প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম 'নারী শক্তি'। এবছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গা পুজো। 
 

  • 7/9

কর্তব্য পথে নজর কাড়ছেন  বাংলার মহিলা ঢাকিরা। বাংলার ট্যাবলো সাজান হয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির (টেরাকোটা) শিল্পকর্মের আদলে।

  • 8/9

এ বছর মোট ২৩ টি ট্যাবলো ছিল কর্তব্যপথে। 

  • 9/9

তার মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে ১৭ টি ও বিভিন্ন মন্ত্রকের তরফ থেকে আরও ৬ টি ট্যাবলো রাখা হয়েছিল।

Advertisement
Advertisement