ভারত আজ প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এ বার প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে ইতিহাস রচিত হল। প্রথমবারের মতো কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঐতিহ্য অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ২১ বার গান স্যালুট দেওয়া হয়।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রথমবারের মতো কতৃব্য পথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল। আগে এই স্থানটি রাজপথ নামে পরিচিত ছিল। এই কুচকাওয়াজে দেখা গেল 'নিউ ইন্ডিয়া'র এক ঝলক।
কর্নেল মাহমুদ মোহাম্মদ আবদেল ফাত্তাহ এল খারাসাভির নেতৃত্বে মিশরীয় সশস্ত্র বাহিনীর একটি যৌথ ব্যান্ড এবং মার্চিং কন্টিনজেন্ট, প্রথমবারের মতো মার্চ করেছে। দলে ১৪৪ জন ছিলেন।
একদিকে যেখানে কর্তব্য পথে শক্তি প্রদর্শন ছিল, অন্যদিকে, বিভিন্ন রাজ্যের ট্যাবলোগুলিও কর্তব্য পথে দেখতে খুব সুন্দর ছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) ট্যাবলোও দেখা গেছে।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অন্ধ্র প্রদেশের ট্যাবলোতে মকর সংক্রান্তির সময় কৃষকদের উৎসব 'প্রভালা তীর্থম'কে তুলে ধরা হয়।
আসামের ট্যাবলোয় মা কামাখ্যার মন্দির দেখানো হয়েছে। ট্যাবলোর মাধ্যমে আসামকে বীর ও আধ্যাত্মবাদের দেশ হিসেবে তুলে ধরা হয়েছে।
জিম করবেট ন্যাশনাল পার্ক এবং আলমোড়ার জাগেশ্বর ধামের ঝলক দেখা গেল উত্তরাখণ্ডের ট্যাবলোয়।
পর্যটন এবং সামগ্রিক সংস্কৃতির একটি আভাস দেখা গেল লাদাখের ট্যাবলোয়।
ত্রিপুরার ট্যাবলোয় নারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পর্যটন এবং জৈব চাষের মাধ্যমে টেকসই জীবিকা তুলে ধরা হয়েছে।
মোধেরা সোলার ভিলেজকে গুজরাটের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে। পরিচ্ছন্ন সবুজ শক্তি দক্ষ গুজরাটের আভাস দেখা গেল এই ট্যাবলোর মাধ্যমে।
দেওঘরে অবস্থিত বিখ্যাত বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের ছবি পাওয়া গেল ঝাড়খণ্ডের ট্যাবলোয়।
অরুণাচল প্রদেশের ট্যাবলোয় সে রাজ্যের পর্যটনকে তুলে ধরা হয়েছিল। এই ট্যাবলোর থিম ছিল 'অরুণাচল প্রদেশে পর্যটন সম্ভাবনা'।
জম্মু ও কাশ্মীরের ট্যাবলোর থিম ছিল 'নতুন জম্মু ও কাশ্মীর'। অমরনাথ গুহা, টিউলিপ বাগান এবং ল্যাভেন্ডার চাষের ঝলক দেখা গেল এই ট্যাবলোয়।
নারী শক্তি এবং নারীর ক্ষমতায়নের লোক ঐতিহ্যের একটি আভাস দেখা গেল কেরালার ট্যাবলোয়।
দুর্গাপুজোর এক ঝলক দেখা গেল পশ্চিমবঙ্গের ট্যাবলোয়।
মহারাষ্ট্রের ট্যাবলোর থিম ছিল 'মহারাষ্ট্র, সাধু ও দেবতাদের দেশ'। মহারাষ্ট্রের সংস্কৃতির আভাস পাওয়া গেল।
তামিলনাড়ুর ট্য়াবলোর মাধ্যমে সঙ্গম যুগ থেকে বর্তমান পর্যন্ত নারীর ক্ষমতায়ন ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
কর্নাটকের ট্যাবলোতেও দেখা গেল নারী শক্তির আভাস।
হরিয়ানার ট্যাবলোর মাধ্যমে আন্তর্জাতিক গীতা মহোৎসব তুলে ধরা হল। ট্যাবলোয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাছে ভগবান কৃষ্ণের প্রচার এবং তাঁর বিশ্বরূপ দেখা যায়।
অযোধ্যা দীপোৎসব তুলে ধরা হয়েছিল উত্তরপ্রদেশের ট্যাবলোয়।