বৃহস্পতিবার হয়ে গেল ঐতিহ্যবাহী হালুয়া উৎসবও। ফলে অর্থমন্ত্রীর তরফে সংসদে বাজেট পেশ করা শুধুমাত্র কয়েকদিন সময়ের অপেক্ষা। এদিন নর্থ ব্লকের এই বিশেষ হালুয়া উৎসবে হাজির ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং ডঃ ভাগবত কিষানরাও কারাদও
প্রতি বছরের নিয়ম মেনে বাজেটের আগে অনুষ্ঠিত হয় এই হালুয়া অনুষ্ঠান। এদিনের পর থেকেই শুরু হয় বাজেট ছাপানোর কাজ।
রীতি মেনেই একটি বড় কড়াইতে প্রস্তুত করা হয় এই হালুয়া। অর্থ মন্ত্রকের আধিকারিক ও যে কর্মীরা বাজেট পরিবেশনের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদেরকে সেই হালুয়া পরিবেশন করা হয়। এদিন কর্মীদের হাতে হালুয়া তুলে দেন নির্মলা সীতারমন।
যদিও আগের বছরে হালুয়া উৎসব হয়নি। মূলত কোভিডের জেরে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই এই হালুয়া অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তবে চলতি বছরে ফের একবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারে অনুষ্ঠিত হল হালুয়া উৎসব।
এবারের বাজেট কেন্দ্রের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
মধ্যবিত্তের জন্য কোনও বড় ঘোষণা আসতে পারে।
এবারের বাজেটে সরকার নতুন করে বড় কোনও ঘোষণা নাও করতে পারে। কারণ, বর্তমানে যে প্রকল্পগুলি চলছে, জোড়া ধাক্কার জেরে সেই প্রকল্পগুলি চালাতেও হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রকে। শেষপর্যন্ত আর্থিক ঘাটতি মিটিয়ে কেন্দ্র বড় কোনও ঘোষণা না করে পরিকাঠামোয় জোর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতে পারে।
কারণ চলতি বছরেও রাজস্ব ঘাটতির টার্গেট পূরণ করতে পারেনি সরকার। সেক্ষেত্রে নতুন কোনও প্রকল্প ঘোষণা করা কঠিন।
এ বছরই আবার ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। যার মধ্যে ৩ রাজ্যে ভোট ফেব্রুয়ারি মাসেই। সেদিকেও নজর রাখা হতে পারে এবারের বাজেটে।
তৃণমূলস্তরের সাধারণ নাগরিকদের জন্য বড় কোনও প্রকল্প ঘোষণা করা হতে পারে। কেমন হতে পারে সেই প্রকল্প? ওয়াকিবহাল মহলের ধারণা এবারের বাজেটে সরাসরি নগদ প্রদান, বা বড় ঋণ ঘোষণা বা নতুন কোনও প্রকল্প ঘোষণা করা হতে পারে।