Advertisement

দেশ

এবার থেকে NDA Exam দেবেন মেয়েরাও, কী এই পরীক্ষা?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Aug 2021,
  • Updated 2:10 PM IST
  • 1/7

 এবার থেকে NDAবা National Defence Academy-র পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও।  এতদিন পর্যন্ত এই পরীক্ষায় বসার অনুমতি ছিল না মেয়েদের। তবে ১৫ অগাস্ট কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়, এবার থেকে ইন্ডিয়ান মিলিটারি কলেজেও ভর্তি হতে পারবে মেয়েরা। 

  • 2/7

তারপরই এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। এই National Defence Academy-র পরীক্ষাটি হবে ৮ সেপ্টেম্বর। 

  • 3/7

গত বছর থেকেই সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে তা মান্যতা পেল সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর। এতদিন কেন  National Defence Academy-র পরীক্ষা দিতে পারত না মেয়েরা? 

  • 4/7

আসলে RIMC বা Rashtriya Indian Military College-এ ভর্তি হতে গেলে National Defence Academy-র পরীক্ষা দিতে হয়। কিন্তু, National Defence Academy-তে মেয়েদের ভর্তি নিতে চায়নি কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল, ছেলে ও মেয়েদের আলাদা আলাদা প্রশিক্ষণ দিতে হয়। যা এখন সম্ভব নয়। 
 

  • 5/7

এই সংক্রান্ত মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টকে আইনজীবী ঐশ্বর্য ভাটি বলেন, Rashtriya Indian Military College-এ ভর্তি হতে গেলে ছেলেদের তথাকথিত স্কুলের লেখাপড়া ছেড়ে দিতে হয়। আর ১০০ বছর ধরে এটাই চলে আসছে। মেয়েরা এখানে ভর্তি হতে পারে না। 

  • 6/7

আইনজীবীর এই প্রশ্নের উত্তরে বিচারপতি বলেন, 'তাহলে ১০০ বছর ধরে যে বৈষম্য চলে আসছে, তাকে আপনি সমর্থন করছেন? বরং আপনিই এর দিশা নির্দেশ করুন। কোর্টের নির্দেশ, এবার থেকে মেয়েরাও National Defence Academy-র পরীক্ষা দিতে পারবে।' 

  • 7/7

বিচারপতি আরও বলেন, যে মেয়েরা এই পরীক্ষা দেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে, তাদের পাশে থাকবে বিচারব্যবস্থা। National Defence Academy-ভর্তি সংক্রান্ত বিভিন্ন নীতির বিষয়ে ৫ সেপ্টেম্বর ফের আলোচনা করা যেতে পারে। 
 

Advertisement
Advertisement