মধ্যপ্রদেশের হেশঙ্গাবাদ শীতের মরসুমে বরাবরই আকর্ষণের কেন্দ্র থাকে পর্যটকদের কাছে। রবিবার একটি ট্যুরিস্ট স্পটে আচমকা একটি বাঘ পার্কিং এলাকায় চলে আসে। (সব ইনপুট-জীতেন্দ্র বর্মা)
বাঘটি দেখা মাত্রই সতর্কতা নেওয়া হয়। প্রত্যেক পর্যটককে গাড়ির মধ্যে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়।
আচমকা বাঘটিকে দেখে কার্যত ঘুম উড়ে যায় পর্যটকদের। বাঘটি প্রায় আধ ঘণ্টা ওই এলাকায় ছিল। সেই সময়ে অনেকে বাঘের ভিডিও করে। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
বাঘকে দেখা মাত্রই সাতপুরা টাইগার রিজার্ভ সেন্টার থেকে কর্মীরা সেখানে পৌঁছান। কিন্তু তারা আসার আগেই এলাকা ছেড়ে পালায় বাঘটি।
বাঘের খোঁজে এলাকায় তল্লাশি চলছে। অনুমান করা হচ্ছে, পাশে কোথাও বাঘটি লুকিয়ে থাকতে পারে। আপাতত ওই টুরিস্ট স্পটি বন্ধ করা হয়েছে। সেখানে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।