Advertisement

দেশ

PHOTOS : ফুঁসছে নদী-ভাঙছে ব্রিজ-বাড়ি, ভয়াবহ বৃষ্টি উত্তরাখণ্ডে

Aajtak Bangla
  • উত্তরাখন্ড,
  • 19 Oct 2021,
  • Updated 3:26 PM IST
  • 1/8

লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডে (Uttarakhand Flood 2021)। আজ ১৯ অক্টোবরেও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ। (সমস্ত ছবি সূত্র এএনআই)

  • 2/8

পাশপাশি উত্তরকাশী, চমোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর ও পিথোরাগড়ে ৩,৫০০ মিটারের বেশি উচ্চতাসম্পন্ন এলাকায় তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। 

 

  • 3/8

এদিকে ইতিমধ্যে চারধাম যাত্রার জন্য যাওয়া পর্যটকদের হরিদ্বার ও ঋষিকেশে (Hardware Rishikesh) আটকে দিয়েছে প্রশাসন। আবহাওয়ার উন্নতি হলে তবেই তাঁদের কেদারনাথ-বদ্রিনাথের উদ্দেশ্যে রওনা করানো হবে। 

  • 4/8

লাগাতার বৃষ্টিতে জলের তলার রাস্তাঘাট। কার্যত ভাসছে যানবাহন। এদিকে প্রবল বৃষ্টিতে ফুঁসছে নদীগুলি। খরস্রোতা হয়ে বইছে নদীর জল। 

  • 5/8

ঋষিকেশে গঙ্গা ও অন্যান্য নদীগুলির জলস্তরও অনেকটাই বেড়েছে। যার জেরে কার্যত ঘুম উড়েছে প্রশাসনের। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার কথাও বলেছে প্রশাসন। চম্পাওয়াতে একটি নির্মীয়মান সেতু ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। 

 

  • 6/8

অন্যদিকে নৈনিতালেও (Nainital Flood) রাস্তায় চলে এসেছে লেকের জল। পাশাপাশি বিধ্বংসী রূপ ধারণ করেছে শিপ্রা নদী। লোকজনের বাড়িতে ঢুকতে শুরু করেছে জল। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

  • 7/8

এদিকে পরিস্থিতির খোঁজ খবর নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

  • 8/8

প্রসঙ্গত ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে উত্তরাখন্ডে। পাশাপাশি ভূমিধসের জেরে বন্ধ রয়েছে শ্রীনগর-গাড়োয়াল ৫৮ নম্বর জাতীয় সড়ক।

Advertisement
Advertisement