Advertisement

দেশ

এই উটের দু'টি কুঁজ! চিনকে চাপে রাখতে লাদাখে ভারতীয় সেনার সঙ্গী এবার ব্যাকট্রিয়ান ক্যামেল

Aajtak Bangla
  • 19 Jan 2021,
  • Updated 8:04 AM IST
  • 1/5

গত মে মাস থেকে লাদাখ সীমান্তে উত্তেজনা বর্তমান। দুই দেশ একাধিকবার সেনা পর্যায়ে বৈঠকে বসলেও হয়নি সমাধান। তাই লাদাখের প্রবল শীতেও ভারত ও চিন দু’পক্ষের সেনাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একে অপরের দিকে নজর রেখে বসে রয়েছে।

  • 2/5

আর  শীতের সময় প্রবল বরফের মধ্যে সীমান্ত এলাকায় টহল দেওয়া ও ফরওয়ার্ড ছাউনিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এবার উটকে নিজেদের বাহিনীর অন্তর্ভুক্ত করছে ভারতীয় সেনা। 
 

  • 3/5

এই কাজে ব্যবহার করা হচ্ছে লাদাখের স্থানীয় উটগুলিকে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, লাদাখের ওই স্থানীয় উটগুলির দু’টি কুঁজ থাকে। তাই এদের ডাবল হাম্প বা ব্যাকট্রিয়ান ক্যামেল বলা হয়। 
 

  • 4/5

 স্থানীয় ওই উটগুলি লাদাখের চরম প্রাকৃতিক পরিবেশেও ১৭০ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিয়ে চলতে সক্ষম। প্রয়োজনে এক টানা ১২ কিলোমিটার চলতে পারে তারা। চরম পরিস্থিতিতে জল ও খাবার ছাড়া প্রায় তিন দিন বেঁচে থাকতে পারে ওই উটগুলি।

  • 5/5

ওই উটগুলিকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার খুব দ্রুত তাদের সেনায় অন্তর্ভুক্ত করা হবে। যাতে প্রবল শীতে  টহলদারিতে সমস্যা না হয়। ভবিষ্যতের সীমান্তরক্ষার প্রশ্নে ওই উটগুলির চাহিদা বাড়তে পারে ধরে নিয়ে প্রজননের মাধ্যমে এদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে সেনা।
 

Advertisement
Advertisement