Advertisement

দেশ

মোদী-নীতীশ থেকে চিরাগ-তেজস্বী, জমজমাট বিহার ভোটের প্রচার দেখুন ছবিতে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 01 Nov 2020,
  • Updated 5:56 PM IST
  • 1/10

বিহারে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ৩ নভেম্বর। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার ফের ময়দানে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিহারে পর পর ৪টি জনসভা করেন তিনি।

  • 2/10

উত্তরপ্রদেশে ‘দুই যুবরাজ’-এর যে পরিণতি হয়েছিল, তার পুনরাবৃত্তি হবে বিহারেও। দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন ময়দানে নেমে ঠিক এই ভাষাতেই প্রচারে ঝড় তোলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালুপ্রসাদ যাদবের ঘাঁটি ছাপড়ার জনসভা থেকে নাম না করে বেঁধেন রাহুল গাঁধী এবং তেজস্বী যাদবকে।

  • 3/10

 ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট করেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। রাহুল গাঁধী এবং মুলায়ম-পুত্র অখিলেশ যাদব একসঙ্গে নেমেছিলেন  বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। কিন্তু নির্বাচনের ফলাফল বেড়োলে দেখা যায় খড়কুটোর মত উড়ে গিয়েছে সেই জোট। আরেক গোবলয়ের রাজ্য বিহার বিধানসভা নির্বাচনে সেই জোটের উদাহরণ তুলে ধরেছেন মোদী। মোদী বলেন, ‘‘বছর তিনেক আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছিলেন দুই যুবরাজ। কিন্তু উত্তরপ্রদেশের মানুষ তাঁদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন।’’

  • 4/10

 ছাপরার প্রচারসভায় মোদী বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সাফ বোঝা গিয়েছে যে, এনডিএ ফের ক্ষমতায় ফিরছে।’
 

  • 5/10

বিহারে বিজেপি এবং জেডিইউ-র ‘জোড়া ইঞ্জিন’-এর সরকার গরিবদের জন্য কিছুই করেনি বলে অভিযোগ করেছিলেন তেজস্বী যাদব। সেই কটাক্ষ ফিরিয়ে দিয়েনমো বলেন, ‘একদিকে আপনাদের জোড়া ইঞ্জিনের ক্ষমতা সম্পন্ন সরকার রয়েছে, অন্য দিকে রাজ্যে এখনদুই রাজকুমার। জোড়া ইঞ্জিনের সরকার যখন বিহারের উন্নয়নের জন্য দায়বদ্ধ, সেই সময় দুই রাজকুমার তাঁদের সিংহাসন বাঁচাতে ব্যস্ত। এই দুই রাজকুমার উত্তর প্রদেশে অনেক কষ্ট পেয়েছেন। এখানেও একই ভাগ্য তাঁদের অপেক্ষায় রয়েছে।’

  • 6/10

বিহার বিধানসভা নির্বাচনে  জম্নু-কাশ্মীরের সন্ত্রাসবাদকেও ফের  ইস্যু  করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্যে আরজেডি শাসনের সময় ‘জঙ্গলরাজ’ কুখ্যাতি নিয়েও কটাক্ষ করেন। বলেন, পুলওয়ামা হামলার পর সেনার মলোবল ভাঙছিল বিরোধী দলগুলি।
 

  • 7/10

এদিকে বিহারে দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিনেও নীতীশের প্রতি আক্রমণ শানিয়েছেন চিরাগ পাসোয়ান। প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে দাবি করেন, নীতীশ ক্রমেশ বিহারে জনপ্রিয়াত হারাচ্ছেন। সেই কারণেই ভোটের ময়দানে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 
 

  • 8/10

চিরাগ দাবি করেন বিধানসভা নির্বাচনের পর এনডিএ শিবির ছেড়ে দেবে জেডিইউ। আরজেডির সঙ্গে যোগ দিয়ে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে সমস্যায় ফেলার চেষ্টা করেবন নীতীশ। 

  • 9/10

নীতীশের বিরুদ্ধে প্রচারে এদিকে আবার মোদীর ৫ বছরের পুরনো ভিডিও সামনে এনেছেন তেজস্বী যাদব। দুর্নীতি বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় ভিডিয়োকে হাতিয়ার করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বীর শেয়ার করা মোদীর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীকে সেখানে বলতে শোনা যাচ্ছে, ‘‘সম্মাননীয় নীতীশজির জমানায় বিহারে ৩০ হাজার কোটি টাকার ৬০টি বড় দুর্নীতির ঘটনা ঘটেছে।’’ ২০১৫ সালে বিহার বিধানসভা ভোটের সময় বিজেপির প্রতিটি সভাতেই মোদী নিশানা করতেন নীতীশকে।

  • 10/10

বিহার বিধানসভা ভোটে এবার কংগ্রেসের হয়ে লড়ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার পুত্র লভ সিনহা। রবিবাসরীয় ভোট প্রচারে তিনি নেমেছিলেন ময়দানে। বিহারে এনডিএ বিরোধী মহাজোটের শরিক হয়েছে এবার আরজেডি, কংগ্রেস ও তিনটি বাম দল। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। 

Advertisement
Advertisement