Advertisement

দেশ

Zubeen Garg: অসম জ্বলছে, বাক্সায় ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেটও, কেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 16 Oct 2025,
  • Updated 11:51 AM IST
  • 1/10

প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-এর মৃত্যুর বিচার চলা আন্দোলন হিংসাত্মক রূপ নেওয়ায়, আসামের বাক্সা জেলাজুড়ে ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জেলা কারাগার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা (বর্তমানে BNSS-এর ১৬৩ ধারা) জারি করে সমাবেশ ও প্রতিবাদ নিষিদ্ধ করেছে প্রশাসন।

  • 2/10

শ্যামকানু মহন্ত (মূল অনুষ্ঠান আয়োজক), সিদ্ধার্থ শর্মা (জুবিনের ম্যানেজার), সন্দীপন গর্গ (চাচাতো ভাই ও বরখাস্ত এপিএস অফিসার), নন্দেশ্বর বোরা (পিএসও), পরেশ বৈশ্য (আরেক পিএসও), বুধবার কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে বিচারিক হেফাজতে পাঠানো হয়। পরে তাদের বাক্সা জেলা কারাগারে নিয়ে গেলে কারাগারের বাইরে জনতার বিক্ষোভ হিংসায় পরিণত হয়।
 

  • 3/10

এই হিংসার পর, আসাম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তেওয়ারি একটি নির্দেশনায় বলেন, 'সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ও উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে', তাই ১৮৮৫ সালের ভারতীয় টেলিগ্রাফ আইনের ৫(২) ধারা এবং ২০১৭ সালের টেলিযোগাযোগ বিধিমালার আওতায় জেলাজুড়ে ইন্টারনেট ও মোবাইল ডেটা বন্ধ করা হয়েছে।
 

  • 4/10

বাক্সা জেলা ম্যাজিস্ট্রেট গৌতম দাস BNSS-এর ধারা ১৬৩ অনুযায়ী একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। এতে জেলের ৫০০ মিটারের মধ্যে:
 

  • 5/10

সকল ধরনের সমাবেশ, মিছিল, প্রতিবাদ, স্লোগান, ধর্মঘট বা অনশন, জনসমাগম, ছুরি, লাঠি, তরবারি ইত্যাদি অস্ত্র বহন, রাস্তা অবরোধ ও যান চলাচলে বাধা, পাথর ছোড়া ও পটকা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

  • 6/10

বর্তমানে কারাগার চত্বর ও আশেপাশে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঁচ অভিযুক্তকে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে। জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, তবে কেউ চাইলেই তা সংশোধনের আবেদন করতে পারবেন।
 

  • 7/10

প্রশাসন জনগণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং যেকোনও প্রকার বিশৃঙ্খলতা কঠোরভাবে মোকাবেলা করার বার্তা দেওয়া হয়েছে।
 

  • 8/10

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গাফিলতির জেরে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনার তদন্ত চললেও, বিচার দাবি করে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়।
 

  • 9/10

এরইমধ্যে আজ জুবিনের মৃত্যুর বিচার চেয়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল।

  • 10/10

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। প্রিয় গায়ককে হারানোর যন্ত্রণা যেন ভুলতেই পারছেন না অনুরাগীরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement