Advertisement

অবশেষে ২ বছর পর জম্মুকাশ্মীরে চালু হচ্ছে 4G ইন্টারনেট পরিষেবা

প্রায় ২ বছর পর জম্মুকাশ্মীরে (Jammu and Kashmir) ফিরছে ৪জি (4G) ইন্টারনেট পরিষেবা। এক ট্যুইটে এমনটাই জানিয়েছেন জম্মুকাশ্মীরের প্রধান সচিব রোহিত কানসাল। সূত্রের খবর শুক্রবার মধ্যরাত থেকেই চালু হলে পারে ফোরজি পরিষেবা। তবে পোস্ট পেইড সিম ব্যবহারকারীদের মতো সমস্ত বিষয় যাচাইয়ের পরেই ইন্টারনেট পরিষেবা পাবেন প্রিপেইড সিম ব্যবহারকারীরা। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 05 Feb 2021,
  • अपडेटेड 11:26 PM IST
  • জম্মুকাশ্মীরে অবশেষে ফোরজি
  • ২ বছর ফিরছে পরিষেবা
  • ৩৭০ ধারা রদের আগে বন্ধ হয় ইন্টারনেট


প্রায় ২ বছর পর জম্মুকাশ্মীরে (Jammu and Kashmir) ফিরছে ৪জি (4G) ইন্টারনেট পরিষেবা। এক ট্যুইটে এমনটাই জানিয়েছেন জম্মুকাশ্মীরের প্রধান সচিব রোহিত কানসাল। সূত্রের খবর শুক্রবার মধ্যরাত থেকেই চালু হলে পারে ফোরজি পরিষেবা। তবে পোস্ট পেইড সিম ব্যবহারকারীদের মতো সমস্ত বিষয় যাচাইয়ের পরেই ইন্টারনেট পরিষেবা পাবেন প্রিপেইড সিম ব্যবহারকারীরা। 

এই বিষয়ে জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, '৪জি মুবারাক! ২০১৯-এর অগাস্টের পর প্রথমবারের জন্য জম্মু ও কাশ্মীর ৪জি মোবাইল ডাটা পাবে। বেটার লেট দ্যান নেভার।' প্রসঙ্গত ২০১৯-এর ৫ অগাস্ট জম্মুকাশ্মীরে ৩৭০ ধারা রদের আগে থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। মূলত বিচ্ছিন্নতাবাদী শক্তি ও সন্ত্রাসবাদের মোকাবিলায় দ্রুতগতির ইন্টারনেটে রাশ টানা হয়েছিল বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। 

এই বিষয়ে গতবছর কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায়, একটি বিশেষ কমিটি জম্মুকাশ্মীরে ইন্টারনেট চালু করার বিষয়টি দেখছে। সেই সময় কেন্দ্র বলেছিল জম্মুর একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় দেওয়া হবে ৪জি ইন্টারনেট পরিষেবা। সেই অনুযায়ী গান্ডেরবাল ও উধমপুরে ৪জি পরিষেবা চালু হয়। তবে বাকি অংশে এতদিন ২জি পরিষেবাই ছিল। এবার শেষ পর্যন্ত গোটা জম্মুকাশ্মীর পেতে চলেছে ৪জি ইন্টারনেট পরিষেবা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement