Advertisement

রাজীব গান্ধীকে নিয়ে 'বিতর্কিত' টুইট! অ্যাকাউন্ট হ্যাকড, দাবি অধীরের

অধীর রঞ্জন চৌধুরী শনিবার তাঁর টুইটার হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ছবি পোস্ট করেন। পরে অবশ্য পরে টুইটটি সরিয়ে দেওয়া হয়। অধীর যে ছবিটি টুইট করেছিলেন তাতে লেখা ছিল, "যখন একটি বড় গাছ পড়ে, তখন মাটি কেঁপে ওঠে"। 

অধীর রঞ্জন চৌধুরী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 May 2022,
  • अपडेटेड 11:44 PM IST
  • রাজীব গান্ধীকে নিয়ে পোস্ট সরালেন অধীর
  • ট্যুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে দাবি
  • থানায় অভিযোগ দায়ের

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে তাঁর আগের টুইটের পর, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) দাবি করেছেন যে তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তিনি "একটি বিদ্বেষপরায়ণ প্রচারের" শিকার হয়েছেন। শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। "বিদ্বেষপূর্ণ পোস্ট করা করেছে" বলে অভিযোগে জানানো হয়েছে। 

অধীর রঞ্জন চৌধুরী শনিবার তাঁর টুইটার হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ছবি পোস্ট করেন। পরে অবশ্য পরে টুইটটি সরিয়ে দেওয়া হয়। অধীর যে ছবিটি টুইট করেছিলেন তাতে লেখা ছিল, "যখন একটি বড় গাছ পড়ে, তখন মাটি কেঁপে ওঠে"। 

সেই টুইটের দায় অস্বীকার করে অধীর চৌধুরী বলেন, "আমি দৃঢ়ভাবে বলছি আমার নামে যে টুইটটি উদ্ধৃত করা হয়েছে সেটি কিছু জঘন্য শক্তি যারা আমার এবং আমার দলের সঙ্গে শত্রুতা করে তাদের একটি বিদ্বেষমূলক প্রচার ছাড়া আর কিছুই নয়।" 

এদিকে এই প্রেক্ষিতে অধীর চৌধুরীকে সংশ্লিষ্ট ডিভাইসগুলি জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, "আপনার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনার জন্য আপনি যে ডিভাইসগুলি হ্যাক হয়েছে বলে দাবি করছেন সেগুলি আমাদের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার সহযোগিতার জন্য উন্মুখ, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।" 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement