Advertisement

অগ্নিপথ বিতর্ক: শিয়ালদায় ব্যাহত ট্রেন চলাচল, দূরপাল্লার এই ট্রেনগুলি বাতিল পূর্ব-মধ্যে রেলওয়ে

অগ্নিপথ বিতর্কের আঁচ বাংলাতেও। বিভিন্ন রুটে ট্রেন বাতিল করে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষুব্ধরা। এদিন সকালে শিয়ালদা মেন লাইনে বসে পড়েছে বিক্ষুব্ধদের একাংশ। ফলে ব্যাহত ট্রেন চলাচল।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2022,
  • अपडेटेड 11:23 AM IST
  • অগ্নিপথ বিতর্কের আঁচ বাংলাতেও
  • বিভিন্ন রুটে ট্রেন বাতিল করে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষুব্ধরা

অগ্নিপথ বিতর্কের আঁচ বাংলাতেও। বিভিন্ন রুটে ট্রেন বাতিল করে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষুব্ধরা। এদিন সকালে শিয়ালদা মেন লাইনে বসে পড়েছে বিক্ষুব্ধদের একাংশ। ফলে ব্যাহত ট্রেন চলাচল। 

শিয়ালদা কৃষ্ণনগর লাইনের একাধিক স্টেশনে বিক্ষোভ দেখানো হচ্ছে। ফলে সেই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ। যার জেরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, তারা কিছুতেই এই  অগ্নিপথ প্রকল্প মানবেন না। এই প্রকল্পে চাকরির যে ঘোষণা তা প্রত্যাহারের দাবিও জানাচ্ছেন। 

এদিকে অগ্নিপথ বিতর্কের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছিল। এদিনও একাধিক দূরপাল্লার  ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

আজ বাতিল করা হয়েছে, রাঁচি যাওয়ার শতাব্দী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ও দ্বারভাঙ্গা এক্সপ্রেস। এছাড়াও পাটনা ও দেরাদুন যাওয়ার একাধিক ট্রেন বাতিল হয়েছে। 

প্রসঙ্গত, অগ্নিপথ নিয়ে ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে।  আজ ভারত বন‍্ধের ডাক দিয়েছে বিহারের বিভিন্ন  সংগঠন। রেল সূত্রে খবর, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ৯৪টি মেল ট্রেন ও ১০৪টি প্যাসেঞ্জার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনযাত্রীদের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement