Advertisement

International Women’s Day 2023: এয়ার ইন্ডিয়ার ৯০টি বিমানের সমস্ত দায়িত্বে মেয়েরা, নারীদিবসে অভিনব উদ্যোগ 

বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমজীবী নারীদিবস (International Womens Day 2023)। প্রতিটি ক্ষেত্রেই আজ পুরুষদের টেক্কা দিচ্ছে মেয়েরা। শুধু বিমানকর্মী নন, প্রচুর মহিলা পাইলটও রয়েছেন দেশে। এয়ার ইন্ডিয়া (Air India) তাদের মহিলা কর্মীদের জন্য এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে রাখার উদ্যোগ নিল।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Mar 2023,
  • अपडेटेड 9:01 PM IST
  • বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমজীবী নারীদিবস (International Womens Day 2023)।
  • প্রতিটি ক্ষেত্রেই আজ পুরুষদের টেক্কা দিচ্ছে মেয়েরা।

বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমজীবী নারীদিবস (International Womens Day 2023)। প্রতিটি ক্ষেত্রেই আজ পুরুষদের টেক্কা দিচ্ছে মেয়েরা। শুধু বিমানকর্মী নন, প্রচুর মহিলা পাইলটও রয়েছেন দেশে। এয়ার ইন্ডিয়া (Air India) তাদের মহিলা কর্মীদের জন্য এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে রাখার উদ্যোগ নিল।

গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার এশিয়ান ইন্ডিয়ার ৯০টি বিমান নির্বাচন করা হয়েছে। সেইসব বিমানের দায়িত্ব পুরোটাই দেওয়া হয়েছে মহিলাদের। অর্থাৎ পাইলট থেকে বিমানকর্মী সকলেই মহিলা।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ভারতরত্ন জেআরডি টাটার প্রথম বাণিজ্যিক উড়ানের ৯০তম বর্ষ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৯০টি বিমানের মধ্যে এয়ার ইন্ডিয়ার ৪০টি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিচালনা করেছেন মহিলারাই। ৪০টি এয়ার এশিয়ান ইন্ডিয়া ও ১০টি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দায়িত্বও দেওয়া হয়েছিল মহিলাদের কাঁধেই।

একটি অফিসিয়াল প্রেস রিলিজে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ১ মার্চ থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে এই সমস্ত মহিলা ক্রু ফ্লাইটগুলি পরিচালনা করছে।

এয়ার ইন্ডিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেছেন, “ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক মহিলা পাইলট রয়েছে এবং আরও বেশি ভারতীয় মহিলা বিমান চালনায় ক্যরিয়ার গড়ার সঙ্গে সঙ্গে আমরা কর্মীবাহিনীতে লিঙ্গ সমতা অর্জন করছি। আমরা আজ এয়ার ইন্ডিয়াতে আমাদের সঙ্গে থাকা মহিলা কর্মীবাহিনীর জন্য গর্বিত, এবং আমরা তাদের প্রত্যেককে একটি শক্তিশালী বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ জানাই যে মহিলারা যে কোনও ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে।"

আরও পড়ুন-EXCLUSIVE: রাঁধেন, স্টিয়ারিংও ধরেন! ইনি কলকাতার প্রথম মহিলা ক্যাব-চালক

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement