Advertisement

All India Station Masters Association Rail Strike : ৩১ মে গণছুটির ডাক স্টেশন মাস্টারদের, রেল পরিষেবায় ধাক্কার আশঙ্কা

All India Station Masters Association Rail Strike: একগুচ্ছ দাবি পূরণে কর্মবিরতির ডাক দিল স্টেশন মাস্টারদের সংগঠন। এর ফলে রেল পরিষেবা প্রবল ভাবে ব্য়াহত হওয়ার আশঙ্কা রয়েছে। শূন্যপদ পূরণ, নাইট অ্য়ালাউয়েন্স অপরিবর্তিত রাখা-সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের।

কর্মবিরতির ডাক স্টেশন মাস্টারদের (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2022,
  • अपडेटेड 8:31 PM IST
  • কর্মবিরতির ডাক দিল স্টেশন মাস্টারদের সংগঠন
  • এর ফলে রেল পরিষেবা প্রবল ভাবে ব্য়াহত হওয়ার আশঙ্কা রয়েছে
  • শূন্যপদ পূরণ, নাইট অ্য়ালাউয়েন্স অপরিবর্তিত রাখা-সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের

All India Station Masters Association Rail Strike: একগুচ্ছ দাবি পূরণে কর্মবিরতির ডাক দিল স্টেশন মাস্টারদের সংগঠন। এর ফলে রেল পরিষেবা প্রবল ভাবে ব্য়াহত হওয়ার আশঙ্কা রয়েছে। শূন্যপদ পূরণ, নাইট অ্য়ালাউয়েন্স অপরিবর্তিত রাখা-সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের। সেই দাবি পূরণে ৩১ মে তারা গণছুটি নেবে বলে ঘোষণা করেছে। দাবি পূরণে রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন
এই ঘোষণা করেছে অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন। দাবি মানা না হলে আগামী ৩১ মে সারাদেশে স্টেশন মাস্টাররা গণ ছুটি দেবেন। দেশের প্রায় ৩৫ হাজার স্টেশন মাস্টার তাদের দাবি পূরণের জন্য ২০২০ সাল থেকে আন্দোলন করছে।

আরও পড়ুন: যুদ্ধে বাড়ল দর, রাকেশ ঝুনঝুনওয়ালার এই স্টক মাল্টিবাগার

আরও পড়ুন: সিডবি-তে চাকরি, বেতন ৭০ হাজার টাকা, যোগ্যতা-আবেদন কী করে?

আরও পড়ুন: রাতারাতি কোটিপতি বানিয়েছে এই তোয়ালে কোম্পানি, জবরদস্ত রিটার্ন

কী কী দাবি রয়েছে স্টেশন মাস্টারদের?
১. রেলওয়ের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে
২. কোনও সিলিং ছাড়াই রেলওয়ের সমস্ত কর্মীদের নাইট ডিউটি ​​আগের মতো দিতে হবে
৩. স্টেশন মাস্টারদের ক্যাডারে MACP-এর সুবিধা প্রদান করা হচ্ছে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে। তা দিতে হবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে
৪. নিরাপদ এবং সময়মত ট্রেন চালানোর ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্টেশন মাস্টারদের নিরাপত্তা ও চাপ ভাতা প্রদান করা।
৫. রেলওয়ের বেসরকারীকরণ ও কর্পোরেটাইজেশন বন্ধ করতে হবে
৬. নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরানো পেনশন স্কিম বাস্তবায়িত করতে হবে

সংগঠন জানাচ্ছে
মঙ্গলবার শিয়ালদা ডিভিশন স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র বসু জানান, বিভিন্ন দাবিতে ৩১ মে স্টাইকের নোটিশ করেছি। স্টেশন মাস্টাররা যে কাজ করেন, তার ফলে তাঁদের ওপর চাপ পড়ে। তার জন্য ভাতার দাবি করেছি। আশার করি রেল বোর্ড মেনে নেবে।

Advertisement

রেলের তরফ থেকে জানানো হয়েছে
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, শূন্যপদে নিয়োগোর ব্য়াপারটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে যে এই ব্য়াপারটা আলাপ-আলোচনার মাধ্যমে মিটে যাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement