'আগামী ৩০-৪০ বছর সময় বিজেপিরই হবে, এই সময় বিজেপি বিশ্বগুরু হয়ে উঠবে', দলের জাতীয় কার্যনির্বাহী সভায় এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আরও বলেন, বংশবাদ, জাতপাত এবং তুষ্টিকরণ দেশের রাজনীতির জন্য একটি বড় অভিশাপ ও দুর্দশার কারণ হয়ে উঠেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) মতো রাজ্যে পারিবারিক শাসনের অবসান ঘটাবে এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা-সহ অন্যান্য রাজ্যে ক্ষমতায় আসবে। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ক্ষমতায় এলেও এই রাজ্যগুলিত এখনও জয় করতে পারেনি বিজেপি।
সম্প্রতি প্রয়াত সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন অমিত শাহ। আবেদনে ২০০২ সালের গুজরাটে দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে দেওয়া বিশেষ তদন্তকারী দলের (SIT) ক্লিন চিটকে চ্যালেঞ্জ করা হয়েছিল।
শাহ বলেন, ভগবান শিবের মতো, মোদী তাঁর দিকে ছুটে আসা সমস্ত বিষ হজম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কংগ্রেস একটি পারিবারিক দলে পরিণত হয়েছে, অনেক সদস্য দলের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াই করছেন। এমনকি দলের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে গান্ধী পরিবার অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনও অনুষ্ঠিত হতে দিচ্ছে না বলে দাবি করেন তিনি। সরকার কোনও ভাল কাজ করার চেষ্টা করলে বিরোধীরা তার বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন অমিত শাহ।
আরও পড়ুন - একদম নতুন, ৩ ধামাকা প্ল্যান আনল BSNL, শুরু মাত্র ৯৯ টাকায়