Advertisement

Goa Election 2022 : 'গোয়ায় নির্বাচনী প্রচার চলাকালীন হামলা', দাবি বাবুল সুপ্রিয়র

বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, বিদ্বেষপূর্ণ জনবিরোধী উদ্দেশ্য নিয়ে তাঁর ওপর আক্রমণ চালান হয়েছে। কিন্তু তিনি ও তাঁর পিএসও ওই হামলা থেকে বেঁচে গিয়েছেন। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারি বিধানসভা ভোট হতে চলেছে গোয়ায়। ফলাফল ১০ মার্চ। গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০।  

বাবুল সুপ্রিয়বাবুল সুপ্রিয়
Aajtak Bangla
  • গোয়া,
  • 07 Feb 2022,
  • अपडेटेड 12:39 AM IST
  • গোয়ায় হামলার অভিযোগ বাবুল সুপ্রিয়র
  • অল্পের জন্য রক্ষা বলে দাবি
  • বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা

গোয়ায় নির্বাচনী প্রচার (Goa Election 2022) করার সময় হামলা চালান হয়েছে তাঁর ওপরে, দাবি তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। বাবুলের দাবি, গোয়ার একটি আঞ্চলিক দলের গুন্ডারা হামলা চালিয়েছে তাঁর ওপরে। তবে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। একইসঙ্গে নাম না করে তিনি বলেন, যে তার ওপর হামলা চালিয়েছে সে দুটি জাতীয় দলের সঙ্গে জোটে নির্বাচনে লড়ছে। 

বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, বিদ্বেষপূর্ণ জনবিরোধী উদ্দেশ্য নিয়ে তাঁর ওপর আক্রমণ চালান হয়েছে। কিন্তু তিনি ও তাঁর পিএসও ওই হামলা থেকে বেঁচে গিয়েছেন। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারি বিধানসভা ভোট হতে চলেছে গোয়ায়। ফলাফল ১০ মার্চ। গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০।  

তৃণমূল (TMC) নেতা বলেন, হামলার সময় পুলিশ পৌঁছেছিল। তবে তাঁরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেননি। একইসঙ্গে তিনি আরও বলেন, তাঁরা গোয়ায় হুমকি দিতে বা শুনতে আসেননি। মানুষের কাছে ভোট চাওয় তাঁদের অধিকার। অন্য দিকে বেকারত্ব দিয়ে কেন্দ্রের মোদী সরকারকেও নিশানা করেন বাবুল সুপ্রিয়। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement