Advertisement

Rampurhat Violence : নাড্ডার কাছে BJP-র অনুসন্ধান কমিটি, পিছোল মোদীর সঙ্গে ব্রেকফাস্ট

আজই বিজেপি সভাপতি জেপি নাডডার (J P Nadda) সঙ্গে দেখা করবেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যরা। রামপুরহাটকণ্ডের প্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং দল গড়ে দেয় বিজেপি। সেই কমিটিতে রাখা হয়, বিজেপি সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং, সাংসদ তথা কর্ণাটকের প্রাক্তন পুলিশকর্তা কে সি রামমূর্তি, বাংলার বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষকে। 

জেপি নাড্ডা ও সুকান্ত মজুমদার (বামদিক থেকে)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Mar 2022,
  • अपडेटेड 11:15 AM IST
  • নাড্ডার কাছে যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
  • পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক
  • বৈঠক হবে আগামিকাল

পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের প্রাতঃরাশ বৈঠক। বগটুইকাণ্ডের (Birbhum Rampurhat Violence Case) জেরে আলোচনার জন্য বাংলার বিজেপি সাংসদদের প্রাতঃরাশে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সকালে হওয়ার কথা ছিল সেই বৈঠক। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সেই বৈঠক আগামিকাল বৃহস্পতিবার হবে বলে জানা যাচ্ছে। 

নাড্ডার কাছে যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং দল

এদিকে আজই বিজেপি সভাপতি জেপি নাডডার (J P Nadda) সঙ্গে দেখা করবেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সদস্যরা। রামপুরহাটকণ্ডের প্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা সত্য অনুসন্ধান দল গড়ে দেয় বিজেপি। সেই কমিটিতে রাখা হয়, বিজেপি সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং, সাংসদ তথা কর্ণাটকের প্রাক্তন পুলিশকর্তা কে সি রামমূর্তি, বাংলার বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষকে। 

সেই দল ঘুরে দেখে রামপুরহাটের বগটুই গ্রাম। যদিও গ্রামে যাওয়ার পথে দলের সদস্যদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত গ্রামে পৌঁছান তাঁরা। কথা বলেন স্বজনহারাজের সঙ্গে। সেই রিপোর্টই এদিন বিজেপি সভাপতি জেপি নাড্ডার হাতে তাঁরা তুলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নাড্ডার সঙ্গে দেখা করার কথা বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের। 

প্রসঙ্গত, কয়েকদিন আগে, রামপুরহাটে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। তারপরেই বগটুই গ্রামে (Bagtui Incident) কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে সেই ঘটনাতেই উত্তপ্ত গয়ে ওঠে রাজ্য বিধানসভাও। হাতাহাতিতে জড়ান বিজেপি ও তৃণমূল বিধায়করা। ঘটনায় শুভেন্দু অধিকারীসহ মোট ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে। 

Advertisement

আরও পড়ুনমার্চের মধ্যে এই কাজগুলি না সারলে মাসের শেষে পুরো মাইনে পাবেন না!


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement