Advertisement

কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাড়ল ১৭টি ফসলের MSP

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "শস্য বৈচিত্র্যের প্রচারের মাধ্যমে সরকার এমএসপির হারে ঐতিহাসিক বৃদ্ধি করেছে, যা কৃষকদের আয় বৃদ্ধি করেছে এবং তাদের বিক্রিও বেড়েছে। মোদী সরকারের সিদ্ধান্তে গত আট বছরে কৃষকদের আয় বেড়েছে।  স্বস্তি পেয়েছেন চাষিরা।"

অনুরাগ ঠাকুর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Jun 2022,
  • अपडेटेड 6:42 PM IST
  • কেন্দ্রীয় মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত
  • ১৭টি খরিফ ফসলের এমএসপি বৃদ্ধি
  • তিলের দাম বাড়ল ৫২৩ টাকা

দেশের কোটি কোটি কৃষকের জন্য বড় উপহার কেন্দ্রীয় সরকার। বাড়ানো হল ১৭টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP)। বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে তিলের দাম বেড়েছে ৫২৩ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সাংবাদিক বৈঠকে জানান, কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুরাগ ঠাকুর বলেন, "আজকের বৈঠকে ১৪টি খরিফ ফসলের জন্য এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষক সম্মান নিধির মাধ্যমে ২ লক্ষ কোটি টাকা অ্যাকাউন্টে চলে গিয়েছে। সারের ওপরে ২ লক্ষ ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "কৃষি বাজেটও বেড়ে ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা হয়েছে। আমাদের সরকার আরও অনেক ফসলকে এমএসপির আওতায় এনেছে। বীমা থেকে সেচ, প্রতিটি ধাপে ক্ষমতায়ন ঘটেছে। কৃষি খাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।"

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "শস্য বৈচিত্র্যের প্রচারের মাধ্যমে সরকার এমএসপির হারে ঐতিহাসিক বৃদ্ধি করেছে, যা কৃষকদের আয় বৃদ্ধি করেছে এবং তাদের বিক্রিও বেড়েছে। মোদী সরকারের সিদ্ধান্তে গত আট বছরে কৃষকদের আয় বেড়েছে।  স্বস্তি পেয়েছেন চাষিরা।"

আরও পড়ুনচার্চ থেকে চুরি ১৫ কোটি টাকার 'পবিত্র বাক্স', কীভাবে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement