Advertisement

'দুই সন্তানের জন্মের মাঝে নির্দিষ্ট সময়ের দূরত্ব রাখা উচিত', নয়া জনসংখ্যা নীতিতে ঘোষণা যোগীর

জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন নীতি আনল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। আজ লখনউতে এক সরকারি অনুষ্ঠানে এই নীতি সামনে আনেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ
Aajtak Bangla
  • ,
  • 11 Jul 2021,
  • अपडेटेड 2:40 PM IST
  • দুই সন্তানের জন্মের মাঝে নির্দিষ্ট সময়ের দূরত্ব রাখা উচিত
  • নয়া জনসংখ্যা নীতিতে ঘোষণা যোগী আদিত্যনাথের

জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন নীতি আনল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। আজ লখনউতে এক সরকারি অনুষ্ঠানে এই নীতি সামনে আনেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ নীতির প্রথম খসড়া প্রকাশ্যে আনা হয়। যোগী আদিত্যনাথ বলেন, জনসংখ্যা বৃদ্ধি রাজ্যের তথা দেশের প্রগতির পথে অন্তরায়। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। 

আজ প্রথম খসড়া প্রকাশ করে যোগী জানান, জনসংখ্যা নীতি নিয়ন্ত্রণে সবথেকে বড় ভূমিকা সাধারণ মানুষের। জনসংখ্যা ক্রমশ বৃদ্ধির ফলে দারিদ্র বাড়বে। তারপরই তাঁর সংযোজন, দুই সন্তানের জন্ম দেওয়ার মাঝে নির্দিষ্ট সময়ের দূরত্বও রাখা দরকার। যদি সেই দূরত্ব রাখা না হয় তাহলে মা ও সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। বাচ্চার পুষ্টিতে ঘাটতি দেখা যেতে পারে। 

আরও পড়ুন : 'DSP-র মেয়েকে ফোনে উত্যক্ত', ধৃত TMC কো-অর্ডিনেটরের ছেলে

যোগী আরও জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার দিকে খেয়াল রেখে এই নীতি নির্ধারণ করার কাজ করছে সরকার। জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করা এর অন্যতম লক্ষ্য। স্কুল-কলেজ-সহ বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রচার চালানো হবে বলেও ঘোষণা করেন তিনি। 

কী এই নীতি ? 

২০২১ থেকে ২০৩০ সালের জন্য এই নীতির প্রস্তাব রাখা হয়েছে। গর্ভধারণের সময় মহিলাদের শরীরে যাতে পুষ্টির অভাব না হয়, তাঁরা দুই সন্তানের জন্ম দেওয়ার মাঝে যেন নির্দিষ্ট সময়ের দূরত্ব মেনে চলে- এসব খেয়াল রাখা হবে। এছাড়াও বাল্য বিবাহ রোধ, ১১ থেকে ১৯ বছরের কিশোরীদের শরীরে পুষ্টির ঘাটতি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখা হবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement